Ajker Patrika

ফের ঘর ভাঙচুর, লুটপাট

নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৬: ২৩
ফের ঘর ভাঙচুর, লুটপাট

সদর উপজেলার তুলাসার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ১২টি ঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় লতাবাগ ও উপরগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে, শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের বিজয়ী প্রার্থী জামাল হোসাইনের সমর্থক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ টিপুর সমর্থকেরা লতাবাগ ও উপরগাঁও গ্রামে এই হামলা ও ভাঙচুর চালিয়েছেন। এর আগে বৃহস্পতি ও শুক্রবারে গুড়িপাড়া, বাইশরশি ও দক্ষিণ গোয়ালদি গ্রামে হামলা করে ৫০টি ঘর ভাঙচুর করা হয়। পুনরায় হামলার ভয়ে গ্রামের বাসিন্দারা আতঙ্কে আছেন। হামলার ভয়ে স্বতন্ত্র প্রার্থী জাহিদুল ইসলামের অনেক সমর্থক বাড়ি ছেড়ে পালিয়েছেন।

স্থানীয়রা জানান, শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউপিতে গত ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসাইন। আর মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান জাহিদুল ইসলাম। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জামাল হোসাইন জয় লাভ করেন। নির্বাচনে জামাল হোসেনকে সমর্থন করেন ওই ইউপির সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ টিপু।

ভোটে জয়ের পর গত শনিবার সন্ধ্যায় মাহাবুব মোর্শেদ ও জামাল হোসাইনের সমর্থকেরা তুলাসারের লতারবাগ ও উপরগাঁও গ্রামে হামলা করেন। গ্রাম দুটির ১২টি বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। যাদের বাড়িতে হামলা করা হয়ে তাঁরা সকলে স্বতন্ত্র প্রার্থী জাহিদুল ইসলামের সমর্থক। এর আগে বৃহস্পতিবার নির্বাচনের দিন সকালে উপরগাঁও গ্রামে ১০টি ঘর ভাঙচুর করা হয়। নির্বাচনের পরের দিন শুক্রবার গুড়িপাড়া, বাইশরশি ও দক্ষিণ গোয়ালদি গ্রামে ৪০টি বসতঘর ভাঙচুর-লুটপাট করা হয়।

স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী জাহিদুল ইসলাম বলেন, ‘নির্বাচনের আগ থেকেই আমার কর্মী-সমর্থকদের ওপর হামলা করা হয়েছে। নির্বাচনে জয়ের পর এখন বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হচ্ছে। আওয়ামী লীগের সঙ্গে বিএনপি মিলে হামলা করে এখন আমার সমর্থকদের এলাকা ছাড়া করছে। তাদের ভয়ে পাঁচটি গ্রামের মানুষ আতঙ্কিত, পুরুষেরা এলাকা ছাড়া। কেউ মামলা করারও সাহস পাচ্ছে না।’

জানতে চাইলে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ টিপু বলেন, ‘আমার সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের প্রার্থীর ব্যক্তিগত সম্পর্ক আছে। এ কারণে অনেকেই তাঁর পক্ষে কাজ করছেন। জাহিদুলের সমর্থকেরা আগে যাঁদের মারধর ও হামলা করেছেন, তাঁরা এখন সুযোগ পেয়ে হামলা করছেন।’

তুলাসার ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান জামাল হোসাইন বলেন, ‘আমার কোনো সমর্থক স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা করছেন না। যে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে তা নিজেদের পারিবারিক ও এলাকার ঝামেলা। এর মধ্যে আমার কোনো সম্পৃক্ততা নেই।’

শরীয়তপুরের পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, ‘তুলাসারে বাড়িঘর ভাঙচুরের খবর পেয়েছি। সব পক্ষকে শান্ত থাকতে বলা হয়েছে। আর যাঁদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, তাঁদের লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলেছিলাম। কিন্তু কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ না পেলে আইনগত পদক্ষেপ নেব কীভাবে?’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

জামায়াতের কেউ ইমাম-মুয়াজ্জিন হতে পারবে না: আটঘরিয়ায় হাবিব

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৮ হাজার কোটি টাকার প্রকল্প স্থবির

দায়িত্ব পেয়েই ‘অনিয়ম-দুর্নীতিতে’ মাসুদ রানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত