Ajker Patrika

চুরির সাত দিন পর শিশু উদ্ধার, গ্রেপ্তার ১

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৩: ৪১
চুরির সাত দিন পর শিশু উদ্ধার, গ্রেপ্তার ১

নোয়াখালীর চাটখিলে বাসা থেকে চুরি হওয়া সেই শিশু মরিয়মকে (২) সাত দিন পর উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে এই ঘটনায় অভিযুক্ত নারী মুন্নি আক্তারকে (২৩) আটক করা হয়েছে। মুন্নী লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার উছাখালী ইউনিয়নের ঝাউগঞ্জ গ্রামের মুসফিক মিয়ার মেয়ে।

গত মঙ্গলবার রাতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার উছাখালী ইউনিয়নের ঝাউগঞ্জ গ্রাম থেকে চুরি হওয়া শিশুকে উদ্ধার করে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, শিশু মরিয়মের মা-বাবা চাটখিল পৌরসভার একটি ভাড়া বাসায় বসবাস করে আসছে। মরিয়মের মা রোমানা বেগম অন্যের বাড়িতে কাজ করে। গত ১৯ অক্টোবর সকালে কাজে যাওয়ার আগে শিশু মরিয়মকে পাশের বাসার ভাড়াটিয়া মুন্নি আক্তারের কাছে রেখে যান। কিন্তু দুপুরে বাসায় ফিরে মুন্নি আক্তারের বাসার দরজা বন্ধ দেখতে পান।

ততক্ষণে মুন্নী আক্তার শিশুসন্তানকে চুরি করে পালিয়ে যান। পরে ভুক্তভোগী শিশুর বাবা এ ঘটনায় চাটখিল থানায় লিখিত অভিযোগ জানান। ওই অভিযোগের সূত্র ধরে পুলিশ চুরি হওয়া শিশুকে উদ্ধার করার পাশাপাশি অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করে।

চাটখিল-সোনাইমুড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত নারীকে গতকাল বুধবার সকালে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত