Ajker Patrika

আলো হয়ে আবার পর্দায় দেবাদৃতা

আলো হয়ে আবার পর্দায় দেবাদৃতা

জি বাংলার ‘জয়ী’ সিরিয়াল দিয়ে ক্যারিয়ার শুরু হয়েছিল দেবাদৃতা বসুর। এরপর তিনি অভিনয় করেন ‘আলো ছায়া’ সিরিয়ালের আলো চরিত্রে। ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’তেও ছিলেন তিনি। কিছুদিনের বিরতি নিয়ে ছোট পর্দায় ফিরছেন দেবাদৃতা। সান বাংলার নতুন সিরিয়াল ‘আলোর ঠিকানা’য় আবারও আলো হয়ে আসছেন এই অভিনেত্রী।

কিছুদিন আগে সিরিয়ালটির প্রোমো প্রকাশ হয়েছে। তাতে দেখা গেছে, দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে আলো। পরনে বিয়ের সাজ। বাবার ইচ্ছায় বিয়েতে মত দিলেও নিজের খুব একটা আগ্রহ নেই। বাবাকে বলে, ‘তুমি আমার স্বপ্নগুলো থেকে আমাকে অনেক দূরে পাঠিয়ে দিচ্ছ।’ বাবা বোঝান, যেখানে সে যাচ্ছে, সেটাই তার স্বপ্নের ঠিকানা। যে বাড়িতে আলোর বিয়ে হয়, সেখানে পুরুষেরা গৃহস্থালি সামলায় আর ব্যবসা দেখাশোনা করে বাড়ির মেয়েরা। বিষয়টি শুনতে অত সহজ হলেও বাস্তবতা যে এত সহজ হবে না, সেটি প্রথম দিনই বুঝে যায় আলো। শ্বশুরবাড়িতে তার সংগ্রাম আর নিজের ক্যারিয়ার—এসব নিয়েই এগিয়ে যাবে আলোর ঠিকানার গল্প।

নারীপ্রধান গল্পের এ সিরিয়ালে দেবাদৃতার বিপরীতে অভিনয় করছেন জন ভট্টাচার্য। ‘রিমলি’র পর ‘মিঠাই’ ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন জন। এবার দেবাদৃতার সঙ্গে তাঁর রসায়ন কেমন জমবে, সেটা দেখার অপেক্ষায় সবাই। আলোর ঠিকানা প্রসঙ্গে দেবাদৃতা বলেন, ‘চরিত্রটা নিয়ে এবার আমি একটু বেশিই আশাবাদী। কারণ, একেবারেই অন্য রকমের একটা চরিত্র। গল্পে টুইস্ট আছে। অনেক ভিলেনের সঙ্গে লড়াই করে টিকে থাকতে হবে আলোকে। তার জীবনে যা যা ঘটবে, তা কল্পনা করাও কঠিন।’

সুরিন্দর ফিল্মস প্রযোজিত আলোর ঠিকানা সিরিয়ালে আরও অভিনয় করছেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, শঙ্কর দেবনাথ প্রমুখ। ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ সময় প্রতিদিন রাত ১০টায় দেখা যাবে সিরিয়ালটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত