Ajker Patrika

পরীক্ষা পরিদর্শকদের প্রশিক্ষণ কর্মশালা

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৬: ৫১
পরীক্ষা পরিদর্শকদের প্রশিক্ষণ কর্মশালা

রাজবাড়ীর কালুখালী উপজেলায় ২টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার কক্ষ পরিদর্শকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ১ নম্বর কেন্দ্রের কালুখালী বালিকা উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে ও সকাল সাড়ে ১১টায় ২ নম্বর কেন্দ্রে উজেলার মৃগী বহুমুখি উচ্চ বিদ্যালয়ে এ কর্মশালা হয়।

১ নম্বর কেন্দ্রে গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরীক্ষা কেন্দ্র সচিব মো. ফরিদ শেখের সভাপতিত্বে এসএসসি পরীক্ষার কক্ষ পরিদর্শকদের মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম নাসিম আখতার, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, সহকারী কেন্দ্র সচিব মো. সিহাব উদ্দিন মোল্লা, মো. সিদ্দিকুর রহমান, হল সুপার আইয়ুব আলী, মো. ওবাইদুর রহমান, আমেনা খাতুন ও প্রধান শিক্ষক শাহ্জাহান আলী প্রমুখ।

১ নম্বর কেন্দ্রে ২টি ভ্যেনুতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে মূল কেন্দ্র কালুখালী বালিকা উচ্চ বিদ্যালয় ও ভ্যেনু রতনদিয়া রজনীকান্ত মডেল সরকারি উচ্চ বিদ্যালয় যেখানে মোট পরীক্ষার্থী ১১৭৬ জন।

২ নম্বর কেন্দ্রে আখরজানি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম নাসিম আখতার, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, সহকারী কেন্দ্র সচিব ইয়াকুব আলী, সুভাষ চন্দ্র, হল সুপার রিজাউল ইসলাম, হালিমা খাতুন প্রমুখ।

উপজেলার ২ নম্বর কেন্দ্রে ২টি ভ্যেনুতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে মূল কেন্দ্র মৃগী বহুমুখি উচ্চ বিদ্যালয় ও ভ্যেনু শহীদ নিয়ানত হোসেন ডিগ্রি কলেজ। যেখানে মোট পরীক্ষার্থী ১১২০ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত