Ajker Patrika

অন্তঃসত্ত্বা নারীকে বেঁধে চুরির ঘটনায় গ্রেপ্তার ৪

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৪: ৫৩
Thumbnail image

কুড়িগ্রামের উলিপুরে অন্তঃসত্ত্বা এক নারীর হাত, পা ও মুখ বেঁধে চুরির ঘটনায় হওয়া মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। এর আগে, গত ১১ নভেম্বর উপজেলার উপজেলার পান্ডুল ইউনিয়নের খামার ঢেঁকিয়ারাম এলাকায় চুরির ওই ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রংপুরের কোতোয়ালি থানার শিবের বাজার গ্রামের লাল চাঁন ওরফে সালাম, হাজিপাড়া গ্রামের আব্দুল সালাম, পানশাবাজার গ্রামের রঞ্জিত ও উলিপুর থানার পান্ডুল ইউনিয়নের ঢেঁকিয়ারাম গ্রামের লিটন মিয়া।

উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন জানান, চোরদের ফেলে যাওয়া জিনিসপত্রের সূত্র ধরে ও তথ্যপ্রযুক্তির সহযোগিতায় চুরির ঘটনার ২৫ দিন পর গত সোমবার রংপুরের পাগলাপীর এলাকা থেকে তিনজনকে ও উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়ন থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত