Ajker Patrika

পাবনায় এক সপ্তাহে শনাক্ত ১১১৮ জন

পাবনা প্রতিনিধি
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১১: ১৪
পাবনায় এক সপ্তাহে শনাক্ত ১১১৮ জন

পাবনায় আবারও বাড়তে শুরু করেছে করোনা রোগীর সংখ্যা। গত মঙ্গলবার দুপুর ১২টা থেকে গতকাল বুধবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১৭০ জন। আর এক সপ্তাহে মোট শনাক্ত ১ হাজার ১১৮ জন।

গত ডিসেম্বরে আক্রান্তের হার যেখানে ছিল শূন্য দশমিক ৮৩ এবং জানুয়ারিতে ১৩ দশমিক ৩৮ শতাংশ। সেখানে ফেব্রুয়ারিতে মাত্র দুই দিনে শনাক্তের হার ২৮ দশমিক ৪৮ শতাংশ। গত এক সপ্তাহে শনাক্তের হার ৩২ দশমিক ১৫ শতাংশ। এ তথ্যে দেখা যায় জেলায় লাফিয়ে বাড়ছে করোনা শনাক্তের হার।

পাবনা সিভিল সার্জন কার্যালয়ে প্রধান হিসাবসহকারী অংশুপতি বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৫৯৭ জনের নমুনা পরীক্ষা করে ১৭০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আর গত এক সপ্তাহে ৩ হাজার ৪২৯ জনের পরীক্ষা করে ১ হাজার ১১৮ জনের পজিটিভ পাওয়া গেছে। আর জেলায় করোনা শুরুর পর এ পর্যন্ত ২ লাখ ১৪ হাজার ৯২৫ জনের নমুনা পরীক্ষা করে ১৪ হাজার ৮০৭ জনের পজিটিভ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৮। এক সপ্তাহে সুস্থ হয়েছেন ৩১৩ এবং এ যাবৎ সুস্থ রোগীর সংখ্যা ১৩ হাজার ৩৬২ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে পাবনা জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ১১ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্য রেড জোনে ৬ এবং ইয়েলো জোনে ৫ জন ভর্তি রয়েছে।

পাবনার সিভিল সার্জন মনিসর চৌধুরী বলেন, জেলায় করোনা ভ্যাকসিন দেওয়া অব্যাহত রয়েছে। ২৯ লাখ ৮৪ হাজার ৭২০ জনসংখ্যার বিপরীতে গতকাল বুধবার পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ডোজ মিলিয়ে মোট টিকা দেওয়া হয়েছে ২৯ লাখ ৫২ হাজার ৬৫ জনকে। যেহেতু আবার করোনা বাড়তে শুরু করেছে, সেখানে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সঙ্গে চলতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত