Ajker Patrika

ঈদযাত্রায় বাস-ট্রেনে বাড়ছে চাপ, ভোগান্তি কম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০৮: ৪৯
ঈদযাত্রায় বাস-ট্রেনে বাড়ছে চাপ, ভোগান্তি কম

সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঈদের ছুটি এখনো শুরু হয়নি। তবে শুক্র-শনি সাপ্তাহিক ছুটি ও গতকাল রোববার শবে কদরের ছুটিতে অনেক মানুষ ঢাকা ছেড়েছেন। এ জন্য গতকাল ঢাকার বাস টার্মিনাল ও রেলস্টেশনে বেশ ভিড় ছিল ঘরমুখো মানুষের। তারপরও অন্য বছরের তুলনায় এবারের ঈদযাত্রায় এখন পর্যন্ত তেমন ভোগান্তি নেই।

মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনালে গতকাল সরেজমিনে দেখা যায় যাত্রীর বেশ চাপ। পরিবহনসংশ্লিষ্টরা বলছেন, যাত্রীর চাপ আগামী দুদিনে আরও বাড়তে পারে। তারপরও এবার ভোগান্তি তেমন হবে না বলে তাঁরা আশা করছেন।

মহাখালী টার্মিনালে গিয়ে জানা যায়, সকালের দিকে টার্মিনালে তেমন ভিড় ছিল না। তবে বেলা ১১টার পর থেকে যাত্রীর সংখ্যা বাড়তে থাকে। ময়মনসিংহগামী এনা ট্রান্সপোর্টের কাউন্টারে যাত্রীর ভিড় বেশি। সেই সঙ্গে একতা, আলম এশিয়াসহ কয়েকটি বাস কাউন্টারে বেশি সংখ্যায় যাত্রী দেখা যায়। কাউন্টারে দায়িত্বরত কর্মীরা জানান, মহাসড়কের কয়েকটি জায়গায় ধীরগতির কারণে বাস আসতে একটু দেরি হচ্ছে, তবে সেটা খুব বেশি নয়।

এনা ট্রান্সপোর্টের কাউন্টার মাস্টার অন্তর বিশ্বাস বলেন, গত তিন দিনের তুলনায় আজ যাত্রী বেশি। রাস্তায় যানজটের কারণে টার্মিনালে বাস নেই। তাই একটু বেশি যাত্রী মনে হচ্ছে। গার্মেন্টস ছুটি হলে, তখন যাত্রীর চাপ বাড়তে পারে।

পরিবার নিয়ে ময়মনসিংহগামী যাত্রী শামীম হোসেন বলেন, ‘ঢাকা থেকে কোনো ঝামেলা তো দেখছি না। এখন হাইওয়েতে বড় কোনো যানজট না হলেই হয়।’

স্থানীয় প্রতিনিধিরা জানান, গতকাল সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখী মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। এতে কিছু কিছু স্থানে যানবাহনের গতি কমে যায়। চন্দ্রায় যানবাহনের চাপের কারণে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত প্রায় ৩ ঘণ্টা যানজটের সৃষ্টি হয়। তবে হাইওয়ে পুলিশের সহায়তায় ১০টার পর থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যায়। এ ছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সকাল থেকে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মো. আলমগীর হোসেন বলেন, মহাসড়কে যানজট নিরসনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দুপুর সাড়ে ১২টার দিকে যাত্রীর ভিড় লক্ষ করা যায় সায়েদাবাদ বাস টার্মিনালেও। ভিড় বেশি থাকলেও ঈদযাত্রা নিয়ে সায়েদাবাদের দৃশ্য অন্যবারের মতো নয়। বাস কাউন্টারে বসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে না। বাস ছেড়ে যাচ্ছে প্রায় নির্দিষ্ট সময়ে।

কমলাপুরে স্বস্তি আছে

কমলাপুরে গতকাল সকাল থেকে মোটামুটি সবগুলো ট্রেনই সময়মতো স্টেশন ছাড়ে। তবে নকশিকাঁথা এক্সপ্রেস গতকাল প্রায় পৌনে ৩ ঘণ্টা দেরি করে। স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, এটি কমলাপুর আসতে দেরি করেছে, তাই ছাড়তে দেরি হয়েছে।

ঈদের আগে গার্মেন্টস ও অন্যান্য প্রতিষ্ঠানের ছুটির কারণে কমলাপুরে ভিড় বাড়ে। তাই আজ সোমবার ও আগামী বুধবার রেল তাদের এই অবস্থা ধরে রাখতে পারবে কি না, সেটি বড় প্রশ্ন।

ঢাকা রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আগামীকাল (সোম) ও মঙ্গলবারের জন্য অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। এখন পর্যন্ত যেভাবে টিকিট চেক করে যাত্রীরা প্ল্যাটফর্মে ঢুকছেন, তাতে আশা করি সামনের দুই দিনেও সেটি থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত