Ajker Patrika

মনোনয়নপত্র জমা দিলেন ৪৬৩ প্রার্থী

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৫: ০৮
মনোনয়নপত্র জমা দিলেন ৪৬৩ প্রার্থী

ব্রাহ্মণপাড়া উপজেলার আট ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪৬৩ প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৭৫ জন, সাধারণ সদস্য পদে ৩১০ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

চেয়ারম্যানপদে মনোনয়নপত্র জমা দিলেন যাঁরা মাধবপুর ইউপি: এই ইউপিতে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত কান্দুঘর গ্রামের মো. ফরিদ উদ্দিন, চারিপাড়া গ্রামের সুলতান আহমদ (বর্তমান চেয়ারম্যান), রানীগাছ গ্রামের মামুন চৌধুরী, ষাটশালা গ্রামের মো. হানিফ সরকার ও ষাটশালা গ্রামের এস্কান্দর আলী।

শিদলাই ইউপি: শিদলাই গ্রামের মোহাম্মদ নাজিম উদ্দিন, একই গ্রামের মুশতাক আহাম্মদ, আনোয়ার হোসেন, গাজী সাইদুল ইসলাম, মো. বাচ্চু মিয়া, আওয়ামী লীগ মনোনীত মোস্তফা কামাল সরকার, সাইফুল ইসলাম, পূর্ব পোমকাড়া গ্রামের মোহাম্মদ শাহপরান।

চান্দলা ইউপি: দলগ্রাম গ্রামের মোছাম্মৎ আলেয়া বেগম, বড়ধুশিয়া গ্রামের মো. ফারুক, চান্দলা গ্রামের মো. বিল্লাল হোসেন খান, দলগ্রাম গ্রামের মো. আনোয়ার হোসেন, বড়ধুশিয়া গ্রামের আওয়ামী লীগ মনোনীত মোস্তবা আলী, চান্দলা গ্রামের মো. আরিফুল ইসলাম ভূঁইয়া, বড়ধুশিয়া গ্রামের মো. শাহিনুর আলম, একই গ্রামের মো. নাসির ভূঁইয়া ও মো. ইসরাফিল ভূঁইয়া, চান্দলা গ্রামের মো. আব্দুস সাত্তার সরকার, দক্ষিণ চান্দলা গ্রামের মোহাম্মদ সালাউদ্দিন, চান্দলা খামাচারা গ্রামের মোহাম্মদ জসিম উদ্দিন, দক্ষিণ চান্দলা গ্রামের মো. গোলাম সারোয়ার ভূঁইয়া এবং বড়ধুশিয়া গ্রামের সুলতান আহাম্মদ খান, মো. বাছির আহাম্মদ, রফিকুল ইসলাম রশীদ, হাবিবুর রহমান ও ছাদেকুর রহমান।

শশীদল ইউপি: শশীদল গ্রামের মো. আবু সুফিয়ান, সালদানদী গ্রামের আতিকুর রহমান, মানরা গ্রামের আওয়ামী লীগ মনোনীত মো. নজরুল ইসলাম, আশাবাড়ি গ্রামের এইচ এম গোলাম কিবরিয়া, শশীদল গ্রামের মো. শাহ আলম এবং উত্তর নাগাইশ গ্রামের মো. ফারুক আহমদ, শশীদল গ্রামের সামসুল ইসলাম, নাগাইশ গ্রামের কামাল হোসেন ভুইয়া, মোসাম্মৎ জোহরা বেগম, মো. ফারুক আহমেদ।

দুলালপুর ইউপি: বেজুরা গ্রামের শরিফুল ইসলাম খোকন, গোপালনগর গ্রামের মো. সাইফুল ইসলাম, আক্তার হোসেন মো. জাকির হোসেন, দুলালপুর গ্রামের আনিসুর রহমান রিপন ভূঁইয়া, আওয়ামী লীগ মনোনীত তফাজ্জল হোসেন, মো. আব্দুল হান্নান সরকার, নাল্লা গ্রামের একরামুল করিম, বেজুরা গ্রামের কাশেদুল ইসলাম ভুইয়া।

ব্রাহ্মণপাড়া সদর ইউপি: মহালক্ষীপাড়া গ্রামের আওয়ামী লীগ মনোনীত মো. জহিরুল হক, দীর্ঘভূমি গ্রামের মো. জালাল হোসেন, নাইঘর গ্রামের মোহাম্মদ জসিম উদ্দিন।

সাহেবাবাদ ইউপি: টাকই গ্রামের আব্দুল্লাহ আল মাহমুদ, ইয়ারখান ভূঁইয়া, সাহেবাবাদ গ্রামের আওয়ামী লীগ মনোনীত মোস্তফা ছারোয়ার খান, সাহেবাবাদ গ্রামের জসিম উদ্দিন নান্নু, খোরশেদ আলম, টাকুই গ্রামের মিজানুর রহমান খান, জিরুইন গ্রামের আবদুল মালেক, সাহেবাবাদ গ্রামের মনির হোসেন চৌধুরী, হাবিবুর রহমান ও মো. মনির হোসেন।

মালাপাড়া ইউপি: আলুয়া গ্রামের মো. সালাউদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, আসাদনগর গ্রামের গ্রামের জাকির হোসেন, তামজীদ হোসেন, মো. আবু সেলিম ভূঁইয়া, আবদুল মতিন ভূঁইয়া, মো. মনির হোসেন, পশ্চিম চন্ডিপুর গ্রামের আওয়ামী লীগ মনোনীত আবুল কালাম আজাদ, রামনগর গ্রামের ময়নল হোসেন হাজারী, মনোহরপুর গ্রামের মো. মিজানুর রহমান ভূঁইয়া, মো. জাহাঙ্গীর আলম ভূঁইয়া, পূর্ব চন্ডিপুর গ্রামের মো. জসিম উদ্দিন, মনির হোশেন।

আগামী ২৯ নভেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

যুদ্ধবিরতি ঘোষণার কারণে এক্সে তোপের মুখে ভারতের পররাষ্ট্রসচিব ও তাঁর মেয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত