Ajker Patrika

কালভার্টের মুখে বাঁধ, সড়ক ধসে খাল

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 
Thumbnail image

কুমিল্লার তিতাস উপজেলার শিবপুর-লালপুর সড়কের শাহপুর শাহ আলম শান্তির বাড়ির সামনে সড়ক ধসে পড়েছে।

গতকাল বুধবার সকালে সড়কের পাশের ঘেরের পানির চাপে সড়কটি ধসে খালে পরিণত হয়। এতে করে ওই সড়ক দিয়ে চলাচলকারী কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ পার্শ্ববর্তী কালভার্টের মুখে বাঁধ দেওয়ায় এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী জানায়, সড়কের উত্তর পাশে একটি মাছের ঘের ও দক্ষিণ পাশে তিতাস নদী। সড়ক ধসে পড়া স্থানের কাছাকাছি একটি কালভার্ট ছিল। ওই কালভার্টটি বন্ধ করে ফেলায় মাছের ঘেরের পানির চাপে সড়কটি ধসে পড়েছে বলে ধারণা তাদের।

ঘেরের মালিক শাহ আলম সরকার বলেন, যেখান দিয়ে সড়ক ধসে পড়েছে সেখানে একটি কালভার্ট ছিল। সড়কের পাশের বাড়ির শাহ আলম শান্তি কালভার্টটি বন্ধ করে দিয়েছেন। ফলে সড়ক ধসে পড়েছে। এতে তাঁর অনেক ক্ষতি হয়েছে, ঘেরের সব মাছ চলে গেছে।

এ বিষয়ে শাহ আলম শান্তি বলেন, ‘আমি কোনো কালভার্ট বন্ধ করি নাই, যাঁর মাছের প্রজেক্ট তাঁরাই কালভার্ট বন্ধ করেছে।’

মজিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার বলেন, সকালে সড়ক ধসে পড়ার খবর পেয়ে তিনি ঘটনা স্থলে যান। তিনি সংসদ সদস্য সেলিমা আহমাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার ও উপজেলা প্রকৌশলীকে বিষয়টি জানিয়েছেন।

উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক বলেন, শিবপুর-লালপুর সড়কের শাহপুর অংশে সড়ক ধসে পড়ার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘেরমালিককে সড়ক মেরামত করে কালভার্টের মুখ খুলে দেওয়ার জন্য বলে এসেছেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জনগণের দুর্ভোগ লাগবে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের যৌথ অর্থায়নে সড়কটি মেরামত করে যান চলাচলের উপযোগী করে দেবেন এবং ঘেরমালিককে নোটিশ দিয়েছেন, যাতে আইন মেনে মাছ চাষ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত