Ajker Patrika

পুঠিয়ায় দুর্বৃত্তের হাতে কলেজ শিক্ষার্থী খুন

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ০৭ মে ২০২২, ১২: ২৬
Thumbnail image

রাজশাহীর পুঠিয়ায় রেললাইনের পাশ থেকে হাসিবুর রহমান সাগর (১৯) নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার ভোরে উপজেলার বেলপুকুর গ্রামের বাড়ির পাশেই তাঁর লাশটি পাওয়া যায়। ঈদের পরদিন বুধবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন। পুলিশের ধারণা, হাসিবুরকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে।

হাসিবুর রহমান সাগর বেলপুকুর গ্রামের সাহাদ আলীর ছেলে। তিনি বেলপুকুর আইডিয়াল ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

মনিরুজ্জামান বলেন, ‘ঈদের পরদিন বুধবার বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন হাসিবুর। নাটোর থেকে ঘুরে আসেন। এরপর সন্ধ্যা থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।’

মনিরুজ্জামান আরও বলেন, আজ (গতকাল শুক্রবার) ভোরে হাসিবুরের মা হাসি বেগম বাড়ি থেকে ছেলেকে খুঁজতে বের হন। তখন তিনিই প্রথম রেললাইনের পাশে ছেলের লাশ দেখতে পান। এরপর তিনি থানায় খবর দেন।’

ওসি বলেন, ‘ঈদের পরদিন দিবাগত রাতে মাথায় আঘাত করে হাসিবুরকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা হাসিবুরকে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত