Ajker Patrika

তিন ইউপিতেই নৌকার জয়

যশোর ও কুষ্টিয়া (মিরপুর) প্রতিনিধি
Thumbnail image

কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ও ধুবইল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া যশোর সদর উপজেলার আরবপুর ইউপির চেয়ারম্যান পদে উপনির্বাচনেও নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হন। গতকাল বুধবার সন্ধ্যার পর এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা।

মিরপুর প্রতিনিধি জানান, উপজেলার চিথলিয়া ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী মো. এনামুল হক বাবলু ৫ হাজার ১৩৫  ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. গিয়াস উদ্দিন পিস্তল মোটরসাইকেল প্রতীক নিয়ে পান ৩ হাজার  ৩৭৯ ভোট। এ ছাড়া ধুবইল ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মো. মাহবুবুর রহমান মামুন ৫ হাজার ৩৩৮ ভোট পেয়ে বিজয়ী হন।

মিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. কবির উদ্দিন জানান, দুটি ইউপিতে ইভিএমে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। 
যশোর প্রতিনিধি জানান, সদর উপজেলার আরবপুর ইউপির চেয়ারম্যান পদে উপনির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী শাহারুল ইসলাম ৯ হাজার ৬৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শহীদুজ্জামান শহীদ আনারস প্রতীক নিয়ে ৫ হাজার ৮৪ ভোট পেয়েছেন।

জেলা সিনিয়র নির্বাচন অফিসার আনিছুর রহমান বলেন, ‘আরবপুর ইউনিয়নবাসীকে আমরা সুষ্ঠু, সুন্দর এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন উপহার দিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত