Ajker Patrika

বিদ্যালয়ের মাঠ কেটে রাস্তা নির্মাণের অভিযোগ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১৪: ২৮
বিদ্যালয়ের মাঠ কেটে রাস্তা নির্মাণের অভিযোগ

বাগেরহাটের মোরেলগঞ্জে বিদ্যালয়ের খেলার মাঠের মাটি কেটে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। উপজেলার ২৯১ নম্বর মঠবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। গত শুক্রবার সকালে গণমাধ্যম কর্মীদের কাছে এমন অভিযোগ করেছেন স্থানীয়রা।

জানা গেছে, উপজেলার জিউধরা ইউনিয়নের ২৯১ নম্বর মঠবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজা বেগম কোনো ধরনের আলোচনা ছাড়াই নিজের সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যালয়ের একমাত্র খেলার মাঠের মাটি কেটে রাস্তা নির্মাণ করছেন। ফলে মাঠটিতে ঝুঁকিপূর্ণ দুটি গভীর খাঁদের সৃষ্টি হয়েছে। এতে দুর্ঘটনার আশঙ্কায় রয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. হারুন হাওলাদার বলেন, বিদ্যালয়ের মাটি কেটে রাস্তা নির্মাণ বিধিবহির্ভূত কাজ। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হঠকারী সিদ্ধান্ত ও অভিভাবকদের মতামতের গুরুত্ব না থাকায় বিভিন্ন সময় সরকারি বরাদ্দের স্লিপের টাকা যেনতেনভাবে খরচ দেখিয়ে বছরের পর বছর পার করেছেন তিনি। এর আগে প্রধান শিক্ষক বিদ্যালয়ের গাছ কেটে ব্যক্তিস্বার্থে ব্যবহার করছেন।

তিনি আরও বলেন, প্রধান শিক্ষকের নানা অনিয়ম ও বিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ না থাকায় অভিভাবকেরা তাঁদের সন্তান অন্য বিদ্যালয়ে ভর্তি করাচ্ছেন।

অভিযুক্ত প্রধান শিক্ষক ফিরোজা বেগম বলেন, বিদ্যালয়ে গাড়ি নিয়ে ঢুকতে অসুবিধা হওয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নিয়ে মাঠের মাটি কেটে রাস্তা নির্মাণ করা হচ্ছে।

সংশ্লিষ্ট ক্লাস্টারের শিক্ষা কর্মকর্তা সজল মহলী বলেন, শিক্ষার্থীদের খেলার মাঠ কেটে কোনো কিছুই করা যাবে না। খেলার মাঠ কেটে রাস্তা নির্মাণের বিষয়ে প্রধান শিক্ষক তাঁকে অবহিত করেননি।

বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মো. মোকতারুজ্জামান খান বলেন, বিদ্যালয় চত্বরের মাটি কাটার বিষয়ে প্রধান শিক্ষক তাঁকে কিছুই জানাননি। প্রধান শিক্ষকের মধ্যে কিছু খামখেয়ালিপনা রয়েছে। তিনি কোনো সিদ্ধান্তই রেজুলেশন আকারে করেন না।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন বলেন, বিদ্যালয়ের খেলার মাঠ কেটে রাস্তা নির্মাণের বিষয়টি খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত