Ajker Patrika

শরণখোলায় গাঁজাসহ যুবক আটক

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৩: ৫৩
শরণখোলায় গাঁজাসহ যুবক আটক

বাগেরহাটের শরণখোলায় জাহিদ (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। উপজেলার তাফালবাড়ি বাজারের ফলপট্টি থেকে গত সোমবার সন্ধ্যায় তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জাহিদ মাদক ব্যবসায়ী বলে অভিযোগ পুলিশের। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

তাফালবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হারুন অর রশীদ জানান, জাহিদ একজন মাদক সেবী এবং মাদক ব্যবসায়ী। সে স্থানীয় একটি প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় দীর্ঘদিন ধরে এ এলাকায় গাঁজা ও ইয়াবা বিক্রি করছেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, আটক জাহিদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাঁর নামে আরও চারটি মাদক মামলা রয়েছে।

জাহিদ কিছুদিন আগে মাদক মামলায় জামিনে মুক্তি পেয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত