Ajker Patrika

বিয়ের পিঁড়িতে বসা হলো না অটোচালক শরিফুলের

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১০: ৩৭
বিয়ের পিঁড়িতে বসা হলো না অটোচালক শরিফুলের

গাজীপুরের শ্রীপুরে মো. শরিফুল ইসলাম (২০) নামের যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের বনখড়িয়া গ্রামের গজারি বন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। গতকালই বিয়ে করার কথা ছিল শরিফুলের।

শরিফুল ইসলাম উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের বনখড়িয়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে। তিনি অটোরিকশা চালাতেন।

নিহতের মামাতো ভাই আজমল হোসেন বলেন, শুক্রবার তাঁর ভাই শরিফুলের বিয়ে ছিল। এ দিন বরযাত্রীসহ গাজীপুর মহানগরে বাংলা বাজার এলাকায় কনের বাড়িতে বিয়ে করতে তাঁর যাওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার রাত নয়টার পর থেকে তিনি নিখোঁজ হন।

আজমল বলেন, এরপর সারা রাত পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পায়নি। পরবর্তী শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা বাড়ির এক কিলোমিটার দূরে গজারি বনের ভেতর তাঁর গলাকাটা মরদেহ দেখতে পান।

প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মো. আলেক মিয়া বলেন, ‘বৃহস্পতিবার নিখোঁজ হওয়ার পর থেকে অনেক খোঁজা খুঁজি করেও শরিফুলের সন্ধান পায়নি পরিবার। শুক্রবার শরিফুলের বিয়ে তারিখ ছিল। নিয়ে নববধূ তুলে আনার সকল প্রস্তুতি সম্পন্ন করেছিল তাঁর পরিবার। বিয়েতে আমারও দাওয়াত ছিল। কিন্তু তাঁকে কে বা কারা তুলে নিয়ে গলা কেটে হত্যা করল, বুঝতে পারিনি।’

শ্রীপুর থানার উপপরিদর্শক (মো. কামরুল ইসলাম বলেন, বনখড়িয়া গ্রামের অটোরিকশাচালক শরিফুল বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন। শুক্রবার সকালে গ্রামের গজারি বন তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ ঘটনাস্থল থেকে শরিফুলের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা নেওয়া হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে খুনিদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত