Ajker Patrika

অণু হুইলচেয়ার চায়

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৫: ৩৮
অণু হুইলচেয়ার চায়

তৃতীয় শ্রেণির শিক্ষার্থী অণু দাস। জন্মগত ভাবেই তার দু পা বাঁকানো, হাঁটেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। ঠিকমতো কথাও বলতে পারে না। তবু প্রতিদিন দেড় কিলোমিটারের বেশি রাস্তা হেঁটে বিদ্যালয়ে যাতায়াত করে। টাকার অভাবে তার পরিবার কিনতে পারে না হুইলচেয়ার। প্রতিবন্ধী মেধাবী অণু বিদ্যালয়ে যাতায়াত করতে চায় একটি হুইলচেয়ার।

অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের দিনমজুর গোষ্ট লাল দাসের চতুর্থ সন্তান অণু। ভাটুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (সপ্রাবি) তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সে।

খোঁজ নিয়ে জানা যায়, গ্রাম থেকে তার বিদ্যালয়ের দূরত্ব প্রায় ২ কিলোমিটার। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে বিদ্যালয়ে যায়।

অণু দাস বলে, ‘খুব কষ্ট লাগে স্কুলে আইতে। সঙ্গের বন্ধুরা যহন ছুটির পরে বাড়ি যায়। আমি আধা রাস্তায় পড়ে থাকি। ট্যাহা নেই টমটমে আমু। একটা হুইলচেয়ার পাইলে শান্তিতে আওয়া-যাওয়া করতে পারতাম।’

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. নাফিজুল হক শাওন বলেন, ‘অণুর পক্ষে হুইলচেয়ার পেতে কেউ আবেদন করেনি। আবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত