যশোর প্রতিনিধি
দেশের নারীদের প্রথম ওয়ানডে বিশ্বকাপ মিশনে জায়গা পেয়েছেন যশোরের মেয়ে সানজিদা আক্তার মেঘলা। গত শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিসি) ১৬ সদস্যের দল ঘোষণা করে। বিশ্বকাপে স্থান পাওয়ায় ২০ বছরের এই বাঁহাতি স্পিনারকে নিয়ে আনন্দের জোয়ার বইছে যশোর ক্রীড়া অঙ্গনে।
যশোর সদরের চাঁচড়া ডালমিল এলাকার মেয়ে সানজিদা আক্তার মেঘলা নিজেও উচ্ছ্বসিত বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়া নিয়ে। জানালেন, একাদশে খেলার সুযোগ পেলে নিজের সেরটাই দেবেন দেশের জন্য।
আগামী ৫ মার্চ বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষা দিয়ে ফলের অপেক্ষায় থাকা মেঘলা ইতিমধ্যে দেশের হয়ে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এই চার ম্যাচে তুলে নিয়েছেন তিনটি উইকেট। স্কটল্যান্ডের বিপক্ষে ১১ রানে ২ উইকেট এখন পর্যন্ত তাঁর সেরা বোলিং ফিগার।
মেঘলা ২০১৯ বাংলাদেশের পাকিস্তান সফরে প্রথম দলে ডাক পান। ওই সিরিজের একমাত্র টি-২০ ম্যাচ দিয়ে শুরু হয় তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার। তবে এখনো আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়নি যশোর শহরের মেয়ে সানজিদা আক্তার মেঘলার। তবে গত বছর দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দলের বিপক্ষে তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলেছিলেন।
ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে সুযোগ পাওয়া নিয়ে সানজিদা আক্তার মেঘলা বলেন, ‘বিশ্বকাপ কোয়ালিফাইয়ের মিশন থেকে দলের সঙ্গে আছি। বিশ্বকাপের স্কোয়াডেও সুযোগ পেয়েছি। এখন একাদশে সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চাই।’
দেশের নারীদের প্রথম ওয়ানডে বিশ্বকাপ মিশনে জায়গা পেয়েছেন যশোরের মেয়ে সানজিদা আক্তার মেঘলা। গত শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিসি) ১৬ সদস্যের দল ঘোষণা করে। বিশ্বকাপে স্থান পাওয়ায় ২০ বছরের এই বাঁহাতি স্পিনারকে নিয়ে আনন্দের জোয়ার বইছে যশোর ক্রীড়া অঙ্গনে।
যশোর সদরের চাঁচড়া ডালমিল এলাকার মেয়ে সানজিদা আক্তার মেঘলা নিজেও উচ্ছ্বসিত বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়া নিয়ে। জানালেন, একাদশে খেলার সুযোগ পেলে নিজের সেরটাই দেবেন দেশের জন্য।
আগামী ৫ মার্চ বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষা দিয়ে ফলের অপেক্ষায় থাকা মেঘলা ইতিমধ্যে দেশের হয়ে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এই চার ম্যাচে তুলে নিয়েছেন তিনটি উইকেট। স্কটল্যান্ডের বিপক্ষে ১১ রানে ২ উইকেট এখন পর্যন্ত তাঁর সেরা বোলিং ফিগার।
মেঘলা ২০১৯ বাংলাদেশের পাকিস্তান সফরে প্রথম দলে ডাক পান। ওই সিরিজের একমাত্র টি-২০ ম্যাচ দিয়ে শুরু হয় তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার। তবে এখনো আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়নি যশোর শহরের মেয়ে সানজিদা আক্তার মেঘলার। তবে গত বছর দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দলের বিপক্ষে তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলেছিলেন।
ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে সুযোগ পাওয়া নিয়ে সানজিদা আক্তার মেঘলা বলেন, ‘বিশ্বকাপ কোয়ালিফাইয়ের মিশন থেকে দলের সঙ্গে আছি। বিশ্বকাপের স্কোয়াডেও সুযোগ পেয়েছি। এখন একাদশে সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চাই।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫