Ajker Patrika

সরে দাঁড়ালেন ১৮ কাউন্সিলর প্রার্থী

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১১: ২৩
সরে দাঁড়ালেন ১৮ কাউন্সিলর প্রার্থী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ২৭টি ওয়ার্ড থেকে ১৭ জন প্রার্থী সরে দাঁড়িয়েছেন। গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রার্থীরা নিজে বা তাঁদের প্রতিনিধি পাঠিয়ে নির্বাচন থেকে প্রত্যাহার করেন নেন। তবে মেয়র পদে ৬ প্রার্থীর কেউই নিজেদের প্রত্যাহার করেননি।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার মতিয়ুর রহমান। তিনি বলেন, গতকাল ১৮ জন প্রার্থী নির্বাচন থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন। আজ মঙ্গলবার বাকি যেসব প্রার্থীরা রয়েছেন তাঁদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।

আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় নাসিক নির্বাচনে মেয়র পদে ৬ জন প্রার্থীর মধ্যে কেউ প্রত্যাহার করেননি। তবে সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ১ জন এবং সাধারণ আসনে কাউন্সিলর প্রার্থী ১৭ জন তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২৭ টি ওয়ার্ডের ভেতর ১৭ জন সাধারণ সদস্য ও একজন সংরক্ষিত সদস্য প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তাঁরা হচ্ছেন, সংরক্ষিত ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী সুরাইয়া ভূঁইয়া, ২ নম্বর ওয়ার্ডের রহিম উদ্দিন, আব্দুল হেকিম ও আবু বকর সিদ্দিক।

এ ছাড়া ৪ নম্বর ওয়ার্ডের জহিরুল হক, ৫ নম্বর ওয়ার্ডের কানিজ ফাতেমা, কবির হোসেন, মিজানুর রহমান, ৬ নম্বর ওয়ার্ডের এস এম আসলাম, ৭ নম্বর ওয়ার্ডের নবাব আলী, ৯ নম্বর ওয়ার্ডের সুমনুর রহমান, ১১ নম্বর ওয়ার্ডের জমশের আলী ঝন্টু, ১৩ নম্বর ওয়ার্ডের রবিউল হোসেন।

১৭ নম্বর ওয়ার্ডের তাহের উদ্দিন আহমেদ সানি, ফারহানা করিম, ১৮ নম্বর ওয়ার্ডের রাজিবুল হাসান, ২৩ নম্বর ওয়ার্ডের লিটন মিয়া এবং ২৪ নম্বর ওয়ার্ডের মোসাম্মৎ নূরজাহান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত