পাঁচ বছর ধরে বড় পর্দায় তেমন একটা দেখা যায়নি হৃতিক রোশনের দাপট। এ সময়ে মুক্তি পেয়েছে তাঁর মাত্র তিনটি সিনেমা। সর্বশেষ তাঁকে দেখা গিয়েছিল গত বছর ‘বিক্রম বেধা’ সিনেমায়। পুষ্কর-গায়ত্রী পরিচালিত এ সিনেমার কপালে জুটেছিল ফ্লপের তকমা। হৃতিক সর্বশেষ সাফল্যের মুখ দেখেছেন ২০১৯ সালে ‘ওয়ার’ সিনেমায়। তাই খুব সাবধানী হয়ে উঠেছেন তিনি। আগামী দিনে ‘ফাইটার’ সিনেমায় দেখা যাবে তাঁকে। সিনেমাটির সাফল্য নিয়ে আশাবাদী হৃতিক।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ফাইটার’ সিনেমায় জোর দেওয়া হচ্ছে অ্যাকশনে। মূলত শাহরুখ খানের ‘পাঠান’-এর সাফল্যের কারণে এখন অ্যাকশন সিনেমার দিকেই ঝুঁকছে বলিউড। ফাইটারে হৃতিককে সাফল্য পেতে হলে টপকাতে হবে পাঠান সিনেমার অ্যাকশনের মানদণ্ড। এটা মেনেই কাজ চলছে ফাইটার সিনেমার। তাই সব মনোযোগ অ্যাকশন নিয়ে। জানা গেছে, ২৫ মিনিটের ক্লাইমেক্স দৃশ্যের জন্য বরাদ্দ করা হয়েছে ১২০ ঘণ্টার শুটিং। ইতিমধ্যে শুটিং শুরু হয়েছে। অ্যাকশন দৃশ্যের নির্দেশনা দিতে উড়িয়ে আনা হয়েছে হলিউডের নামী স্টান্ট ডিরেক্টরকে। কোনো কিছুতেই কমতি রাখতে চাইছেন না নির্মাতা।
হৃতিকের জন্য অ্যাকশন সিনেমায় অভিনয় করা নতুন কিছু নয়। তাঁর সর্বশেষ ব্যবসাসফল সিনেমা ‘ওয়ার’ও ছিল অ্যাকশনে ভরপুর। তবুও নির্ভার থাকতে রাজি নন হৃতিক। পরিচালকদের সঙ্গে অ্যাকশন দৃশ্যগুলোর পরিকল্পনায় নিজেও জড়িত থাকছেন। বলা হচ্ছে, এ সিনেমার মতো অ্যারিয়াল অ্যাকশন আগে কোনো ভারতীয় সিনেমায় দেখেননি দর্শক। সাফল্য পেতে মরিয়া হৃতিক নিজের লুকেও এনেছেন পরিবর্তন।
‘ফাইটার’ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে দর্শকের সামনে আসছেন হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন। ২৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী বছরের ২৫ জানুয়ারি। ফাইটার শেষ হওয়ার পর হৃতিক শুরু করবেন ‘ওয়ার টু’ সিনেমার কাজ। সে সিনেমাও হবে পুরোপুরি অ্যাকশননির্ভর। এখন ফাইটারের অ্যাকশন দৃশ্যের পরিকল্পনা সাজাতে ব্যস্ত প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস।
পাঁচ বছর ধরে বড় পর্দায় তেমন একটা দেখা যায়নি হৃতিক রোশনের দাপট। এ সময়ে মুক্তি পেয়েছে তাঁর মাত্র তিনটি সিনেমা। সর্বশেষ তাঁকে দেখা গিয়েছিল গত বছর ‘বিক্রম বেধা’ সিনেমায়। পুষ্কর-গায়ত্রী পরিচালিত এ সিনেমার কপালে জুটেছিল ফ্লপের তকমা। হৃতিক সর্বশেষ সাফল্যের মুখ দেখেছেন ২০১৯ সালে ‘ওয়ার’ সিনেমায়। তাই খুব সাবধানী হয়ে উঠেছেন তিনি। আগামী দিনে ‘ফাইটার’ সিনেমায় দেখা যাবে তাঁকে। সিনেমাটির সাফল্য নিয়ে আশাবাদী হৃতিক।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ফাইটার’ সিনেমায় জোর দেওয়া হচ্ছে অ্যাকশনে। মূলত শাহরুখ খানের ‘পাঠান’-এর সাফল্যের কারণে এখন অ্যাকশন সিনেমার দিকেই ঝুঁকছে বলিউড। ফাইটারে হৃতিককে সাফল্য পেতে হলে টপকাতে হবে পাঠান সিনেমার অ্যাকশনের মানদণ্ড। এটা মেনেই কাজ চলছে ফাইটার সিনেমার। তাই সব মনোযোগ অ্যাকশন নিয়ে। জানা গেছে, ২৫ মিনিটের ক্লাইমেক্স দৃশ্যের জন্য বরাদ্দ করা হয়েছে ১২০ ঘণ্টার শুটিং। ইতিমধ্যে শুটিং শুরু হয়েছে। অ্যাকশন দৃশ্যের নির্দেশনা দিতে উড়িয়ে আনা হয়েছে হলিউডের নামী স্টান্ট ডিরেক্টরকে। কোনো কিছুতেই কমতি রাখতে চাইছেন না নির্মাতা।
হৃতিকের জন্য অ্যাকশন সিনেমায় অভিনয় করা নতুন কিছু নয়। তাঁর সর্বশেষ ব্যবসাসফল সিনেমা ‘ওয়ার’ও ছিল অ্যাকশনে ভরপুর। তবুও নির্ভার থাকতে রাজি নন হৃতিক। পরিচালকদের সঙ্গে অ্যাকশন দৃশ্যগুলোর পরিকল্পনায় নিজেও জড়িত থাকছেন। বলা হচ্ছে, এ সিনেমার মতো অ্যারিয়াল অ্যাকশন আগে কোনো ভারতীয় সিনেমায় দেখেননি দর্শক। সাফল্য পেতে মরিয়া হৃতিক নিজের লুকেও এনেছেন পরিবর্তন।
‘ফাইটার’ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে দর্শকের সামনে আসছেন হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন। ২৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী বছরের ২৫ জানুয়ারি। ফাইটার শেষ হওয়ার পর হৃতিক শুরু করবেন ‘ওয়ার টু’ সিনেমার কাজ। সে সিনেমাও হবে পুরোপুরি অ্যাকশননির্ভর। এখন ফাইটারের অ্যাকশন দৃশ্যের পরিকল্পনা সাজাতে ব্যস্ত প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪