Ajker Patrika

বাল্যবিবাহ: বরের বাবাকে জরিমানা

দোহার প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৬: ২৬
বাল্যবিবাহ: বরের বাবাকে জরিমানা

দোহারে ছেলেকে বাল্যবিবাহ দেওয়ার অপরাধে মো. মোশারফ হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকালে উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের পূর্ব ধোয়াইর এলাকায় এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি।

স্থানীয় বাসিন্দা ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের পূর্ব ধোয়াইর এলাকার মোশারফ হোসেনের ছেলে সিয়াম আহমেদের (২১) সঙ্গে পাশের এলাকার ১৩ বছর বয়সী এক মেয়ের প্রেম চলছিল। গত ১৪ দিন আগে ওই ছেলে ও মেয়ে পালিয়ে যায়। পরে বরের বাবা মোশারফ হোসেন মেয়ের পরিবারকে না জানিয়ে তাদের বিয়ে দেন।

খবর পেয়ে বুধবার সকালে বর ও কনের বাবাকে হাজির করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি। বাল্যবিবাহ ও এই কাজে সহায়তা করার অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর (৮) ধারায় বরের বাবাকে ৪০ হাজার টাকা জরিমানা করেন তিনি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি জানান, খবর পেয়ে আমরা বর ও কনের দুই পরিবারকে হাজির করি। পরে বাল্যবিবাহ নিরোধ আইনে একজনকে জরিমানা করা হয়। সরকারি আইন ভঙ্গ করে কেউ এই ধরনের অপরাধ করে থাকে তাহলে সংশ্লিষ্ট সবাইকে আরও কঠোর শাস্তির আওতায় আনা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত