Ajker Patrika

যুক্তরাষ্ট্রে ইতিহাস গড়তে পারেন বাংলাদেশি নুসরাত

রয়টার্স, লন্ডন
আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ০৯: ৩১
যুক্তরাষ্ট্রে ইতিহাস গড়তে পারেন বাংলাদেশি নুসরাত

যুক্তরাষ্ট্রে নতুন আটজনকে বিচারক নিয়োগের মনোনয়ন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর মধ্যে প্রথম মুসলিম নারী হিসেবে দেশটির ফেডারেল বিচারক হিসেবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন আইনজীবী নুসরাত চৌধুরী।

গত বুধবার নতুন বিচারকদের মনোনয়ন দেন বাইডেন। এর মধ্যে ফেডারেল বিচারক হিসেবে মনোনয়ন পাওয়া নুসরাত চৌধুরী ২০০৮ সাল থেকে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) অব ইলিনয় অঙ্গরাজ্যের আইনবিষয়ক পরিচালক পদে কর্মরত। এসিএলইউয়ের রেসিয়াল জাস্টিস প্রোগ্রামের উপপরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি। নুসরাতকে নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টে ফেডারেল বিচারক হিসেবে দায়িত্ব পালনের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের থার্ড সার্কিট আপিল আদালতের পক্ষ থেকে নিশ্চিত করা হলে নুসরাত চৌধুরী হবেন প্রথম বাংলাদেশি এবং দ্বিতীয় মুসলিম আমেরিকান, যিনি ফেডারেল বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে, প্রথম মুসলিম ব্যক্তি হিসেবে যুক্তরাষ্ট্রে ফেডারেল বিচারক হয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত আমেরিকান জাহিদ কোরেশি।

এদিকে দেশটির আপিল আদালতে প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারক হিসেবে আরিয়ানা ফ্রিম্যান নামে ফিলাডেলফিয়ার একজন ফেডারেল ডিফেন্ডারকে মনোনয়ন দিয়েছেন বাইডেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর নতুন আটজনসহ এ পর্যন্ত ফেডারেল, আপিল এবং জেলা আদালতের জন্য বাইডেনের বাছাই করা বিচারকের সংখ্যা পৌঁছাল ৮১ জনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত