জুবায়ের আহম্মেদ
মেক্সট স্কলারশিপ কী?
মেক্সট জাপানের সরকারি বৃত্তি, যা মিনিস্ট্রি অব এডুকেশন, কালচার, স্পোর্টস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্তৃক পরিচালনা করা হয়। এই বৃত্তি আন্ডারগ্র্যাজুয়েট, মাস্টার্স ও পিএইচডি লেভেলের শিক্ষার্থীদের প্রদান করা হয় এবং মেক্সট বৃত্তিধারীর পড়াশোনা, থাকা-খাওয়া, বিমান ভাড়া, স্বাস্থ্য বৃত্তিসহ সদ ধরনের খরচ বহন করে। শুধু তা-ই নয়, বিনা মূল্যে ভিসা প্রসেসিং ফিসহ ভিসা আবেদনের জন্য সম্পূর্ণ সহযোগিতা দেওয়া হয়। এ ছাড়া ভিসার জন্য কোনো ধরনের ব্যাংক ব্যালেন্সও দেখাতে হয় না। জাপানের অত্যাধুনিক জীবনযাত্রা এবং উন্নত শিক্ষাব্যবস্থার পাশাপাশি মেক্সট বৃত্তিধারীদের জন্য প্রতি মাসের ‘হাই রেঞ্জ স্টাইপেন’ এবং অন্যান্য সুবিধা এই বৃত্তিকে অনন্য করে তোলে।
কোথায় আবেদন করতে হয়?
এই স্কলারশিপে রিকমেন্ডেন্ট অ্যাম্বাসি এবং বিশ্ববিদ্যালয় দুভাবেই আবেদন করা যায়। অ্যাম্বাসির মাধ্যমে আবেদন এবং প্রাথমিক নির্বাচন বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমেই হয়। অন্যদিকে বিশ্ববিদ্যালয় রিকমেন্ডেশনের মাধ্যমে আবেদন এবং নির্বাচন—সবকিছুই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমেই হয়ে থাকে। উভয় ক্ষেত্রেই আবেদনকারীকে কয়েক ধাপ ইন্টারভিউ দিতে হয়। যার ফলাফল প্রতি ধাপের স্ক্রিনিংয়ের পর আবেদনকারীকে জানানো হয়।
কীভাবে আবেদন করবেন?
অ্যাম্বাসি রিকমেন্ডেশনের আবেদনের সার্কুলার বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রতিবছর এপ্রিল-মে মাসে দেওয়া হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয় রিকমেন্ডেশনের আবেদন শুরু হয় প্রতিবছর নভেম্বর-ডিসেম্বর থেকে। এ ক্ষেত্রে আবেদনের জন্য জাপানের বিশ্ববিদ্যালয়ে আপনার একজন সুপারভাইজার বা প্রফেসর থাকতে হবে, যিনি আপনার অধ্যয়নকালে আপনাকে সুপারভাইজড করবেন। অতএব বিশ্ববিদ্যালয় রিকমেন্ডেশনের মাধ্যমে এই বৃত্তির জন্য আবেদন করতে চাইলে নভেম্বর-ডিসেম্বরের মধ্যে অবশ্যই বিভিন্ন প্রফেসরের সঙ্গে ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করে একজন সুপারভাইজার ঠিক করতে হবে।
কী কী কাগজপত্র লাগে?
পরামর্শ
মেক্সট স্কলারশিপে আবেদন থেকে শুরু করে অ্যাওয়ারডেড হওয়া পর্যন্ত এটি একটি লম্বা প্রসেস। এ জন্য আগে থেকেই সঠিক পরিকল্পনা করে ধাপে ধাপে আগাতে হবে। এ ছাড়া স্কলারশিপ অনেক প্রতিযোগিতামূলক। কারণ পৃথিবীর সব মেধাবী ছাত্রছাত্রী এই বৃত্তির জন্য আবেদন করে থাকেন। অতএব আবেদনের জন্য আবশ্যক না হলেও এ-সম্পর্কিত ফিল্ডে আপনার ল্যাব ওয়ার্ক, বিভিন্ন কনফারেন্সে প্রেজেন্টেশন, আর্টিকেল পাবলিকেশন ইত্যাদি আপনাকে প্রতিযোগিতায় এক ধাপ এগিয়ে রাখবে। এ জন্য আশপাশে সুযোগ-সুবিধা খুঁজতে হবে। এ ক্ষেত্রে আপনার শিক্ষক এবং সিনিয়রদের কাছেও সাহায্য পেতে পারেন। আপনারা চাইলে আমার ইউটিউব লেসনগুলো দেখতে পারেন। সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি উচ্চশিক্ষার খুঁটিনাটি সব বিষয় নিয়ে। ইউটিউব চ্যানেল লিংক এখানে
ধারাবাহিকতা বজায় রাখুন
যেকোনো স্কলারশিপে অ্যাওয়ার্ডেড হওয়া বা ফান্ড পাওয়া সত্যিই কষ্টসাধ্য এবং সময়সাপেক্ষ। এই পুরো প্রক্রিয়ায় অনেক উত্থান-পতন থাকবে। কিন্তু হাল ছেড়ে দেওয়া যাবে না। আমি বিশ্বাস করি প্রবল ইচ্ছাশক্তি এবং পরিশ্রম দিয়ে যেকোনো কিছু অর্জন করা সম্ভব। তাই লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত চেষ্টা করে যেতে হবে, সাফল্য আসবেই। এই যাত্রায় সবাইকে শুভকামনা।
মেক্সট স্কলারশিপ কী?
মেক্সট জাপানের সরকারি বৃত্তি, যা মিনিস্ট্রি অব এডুকেশন, কালচার, স্পোর্টস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্তৃক পরিচালনা করা হয়। এই বৃত্তি আন্ডারগ্র্যাজুয়েট, মাস্টার্স ও পিএইচডি লেভেলের শিক্ষার্থীদের প্রদান করা হয় এবং মেক্সট বৃত্তিধারীর পড়াশোনা, থাকা-খাওয়া, বিমান ভাড়া, স্বাস্থ্য বৃত্তিসহ সদ ধরনের খরচ বহন করে। শুধু তা-ই নয়, বিনা মূল্যে ভিসা প্রসেসিং ফিসহ ভিসা আবেদনের জন্য সম্পূর্ণ সহযোগিতা দেওয়া হয়। এ ছাড়া ভিসার জন্য কোনো ধরনের ব্যাংক ব্যালেন্সও দেখাতে হয় না। জাপানের অত্যাধুনিক জীবনযাত্রা এবং উন্নত শিক্ষাব্যবস্থার পাশাপাশি মেক্সট বৃত্তিধারীদের জন্য প্রতি মাসের ‘হাই রেঞ্জ স্টাইপেন’ এবং অন্যান্য সুবিধা এই বৃত্তিকে অনন্য করে তোলে।
কোথায় আবেদন করতে হয়?
এই স্কলারশিপে রিকমেন্ডেন্ট অ্যাম্বাসি এবং বিশ্ববিদ্যালয় দুভাবেই আবেদন করা যায়। অ্যাম্বাসির মাধ্যমে আবেদন এবং প্রাথমিক নির্বাচন বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমেই হয়। অন্যদিকে বিশ্ববিদ্যালয় রিকমেন্ডেশনের মাধ্যমে আবেদন এবং নির্বাচন—সবকিছুই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমেই হয়ে থাকে। উভয় ক্ষেত্রেই আবেদনকারীকে কয়েক ধাপ ইন্টারভিউ দিতে হয়। যার ফলাফল প্রতি ধাপের স্ক্রিনিংয়ের পর আবেদনকারীকে জানানো হয়।
কীভাবে আবেদন করবেন?
অ্যাম্বাসি রিকমেন্ডেশনের আবেদনের সার্কুলার বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রতিবছর এপ্রিল-মে মাসে দেওয়া হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয় রিকমেন্ডেশনের আবেদন শুরু হয় প্রতিবছর নভেম্বর-ডিসেম্বর থেকে। এ ক্ষেত্রে আবেদনের জন্য জাপানের বিশ্ববিদ্যালয়ে আপনার একজন সুপারভাইজার বা প্রফেসর থাকতে হবে, যিনি আপনার অধ্যয়নকালে আপনাকে সুপারভাইজড করবেন। অতএব বিশ্ববিদ্যালয় রিকমেন্ডেশনের মাধ্যমে এই বৃত্তির জন্য আবেদন করতে চাইলে নভেম্বর-ডিসেম্বরের মধ্যে অবশ্যই বিভিন্ন প্রফেসরের সঙ্গে ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করে একজন সুপারভাইজার ঠিক করতে হবে।
কী কী কাগজপত্র লাগে?
পরামর্শ
মেক্সট স্কলারশিপে আবেদন থেকে শুরু করে অ্যাওয়ারডেড হওয়া পর্যন্ত এটি একটি লম্বা প্রসেস। এ জন্য আগে থেকেই সঠিক পরিকল্পনা করে ধাপে ধাপে আগাতে হবে। এ ছাড়া স্কলারশিপ অনেক প্রতিযোগিতামূলক। কারণ পৃথিবীর সব মেধাবী ছাত্রছাত্রী এই বৃত্তির জন্য আবেদন করে থাকেন। অতএব আবেদনের জন্য আবশ্যক না হলেও এ-সম্পর্কিত ফিল্ডে আপনার ল্যাব ওয়ার্ক, বিভিন্ন কনফারেন্সে প্রেজেন্টেশন, আর্টিকেল পাবলিকেশন ইত্যাদি আপনাকে প্রতিযোগিতায় এক ধাপ এগিয়ে রাখবে। এ জন্য আশপাশে সুযোগ-সুবিধা খুঁজতে হবে। এ ক্ষেত্রে আপনার শিক্ষক এবং সিনিয়রদের কাছেও সাহায্য পেতে পারেন। আপনারা চাইলে আমার ইউটিউব লেসনগুলো দেখতে পারেন। সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি উচ্চশিক্ষার খুঁটিনাটি সব বিষয় নিয়ে। ইউটিউব চ্যানেল লিংক এখানে
ধারাবাহিকতা বজায় রাখুন
যেকোনো স্কলারশিপে অ্যাওয়ার্ডেড হওয়া বা ফান্ড পাওয়া সত্যিই কষ্টসাধ্য এবং সময়সাপেক্ষ। এই পুরো প্রক্রিয়ায় অনেক উত্থান-পতন থাকবে। কিন্তু হাল ছেড়ে দেওয়া যাবে না। আমি বিশ্বাস করি প্রবল ইচ্ছাশক্তি এবং পরিশ্রম দিয়ে যেকোনো কিছু অর্জন করা সম্ভব। তাই লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত চেষ্টা করে যেতে হবে, সাফল্য আসবেই। এই যাত্রায় সবাইকে শুভকামনা।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫