Ajker Patrika

ডাকাত সন্দেহে দুই যুবককে গণপিটুনি

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৬: ২৪
ডাকাত সন্দেহে দুই যুবককে গণপিটুনি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নে ডাকাত সন্দেহে দুলাল হোসেন (২৮) ও নজরুল ইসলাম (৩২) নামের দুই যুবককে গণপিটুনি দেওয়া হ

পরে পুলিশ গিয়ে একটি মোটরসাইকেল, দুটি ছোরা, একটি লোহার রডসহ তাদের আটক করে থানায় নিয়ে আসে। তবে আহতরা বলছেন, শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন ডাকাত বলে তাঁদের মারধর করে অস্ত্র দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

গত শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার চর আমিনুল হক গ্রামের তেরিজপোল এলাকায় ওই গণপিটুনির ঘটনা ঘটে।

আহত দুজন জেলা সদরের পশ্চিম শুল্যকিয়া গ্রাম এবং চর দরবেশপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ২টার দিকে মোটরসাইকেলযোগে তিন যুবক তেরিসপোল এলাকায় আসেন। পাশের একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে যায়। পরে লোকজন একত্র হয়ে ধাওয়া করে নজরুল ও দুলালকে আটক করে গণপিটুনি দেয়। এ সময় অন্যজন পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

গতকাল রোববার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানান, রাতে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন গাড়িসহ তাঁদের আটক করে। পরে মারধর শেষে ডাকাত বলে অস্ত্র দিয়ে পুলিশে সোপর্দ করে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ডাকাত সন্দেহে দুই যুবককে আটক করে গণপিটুনি দেওয়ার খবর পেয়ে আমরা গিয়ে তাদের উদ্ধার করি। পুলিশ হেফাজতে তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত