Ajker Patrika

সংরক্ষিত বনের গাছসহ গ্রেপ্তার ১

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৫: ২৫
সংরক্ষিত বনের গাছসহ গ্রেপ্তার ১

নোয়াখালী হাতিয়া উপজেলায় সংরক্ষিত বনের গাছ কেটে নিয়ে যাওয়ার সময় জামাল উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বন বিভাগ। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার জাহাজমারা রেঞ্জের চর কালাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাতে আদালতের মাধ্যমে তাঁকে জেলে পাঠানো হয়। তিনি নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

জাহাজমারা রেঞ্জ অফিস সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র সংরক্ষিত বনের গাছ কেটে পাচার করে আসছিল। জামাল উদ্দিন এ ধরনের একটি চক্রের প্রধান। গত বৃহস্পতিবার বিকেলে বিজয় দিবসের ব্যস্ততার সুযোগে জামাল উদ্দিন তাঁর দল নিয়ে চর কালামের বনের মধ্যে গাছ কাটা শুরু করে। গোপনে সংবাদ পেয়ে জাহাজমারা রেঞ্জের চরকালাম ভিটের বনরক্ষীরা অভিযান চালিয়ে বনের মধ্যে গাছ কাটা অবস্থায় তাঁকে গ্রেপ্তার করেন। এ সময় তাঁর সঙ্গে থাকা অন্য সদস্যরা পালিয়ে যান। পরে পাচারের উদ্দেশ্যে কাটা গাছ ও গাছ কাটার যন্ত্রপাতিসহ জামালকে গ্রেপ্তার করে রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়।

হাতিয়া জাহাজমারা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সাইফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘জামাল উদ্দিনের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে। তাঁকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করতে অনেক দিন ধরে চেষ্টা চলছিল। এ ছাড়া জাহাজমারা রেঞ্জের অধীনে গত এক বছরে বন আইনে আরও ১২টি মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত