Ajker Patrika

প্রতিপক্ষকে ফাঁসাতে বাড়িতে আগুন

পীরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১২: ২৮
প্রতিপক্ষকে ফাঁসাতে বাড়িতে আগুন

পীরগঞ্জের রামনাথপুর মিয়াপাড়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সেই সঙ্গে মারপিটে নারীসহ তিনজন আহত হয়েছেন।

এ ঘটনায় গত সোমবার রাতে পাল্টাপাল্টি মামলা হয়েছে। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিরোদা রানী রায়, রংপুর পুলিশের ডি সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান ও পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, রামনাথপুর মিয়াপাড়ার কৃষক মোস্তাফিজার রহমান মোস্তা প্রতিবেশী ফড়িয়া ব্যবসায়ী আলম মিয়ার কাছে মুখীকচু বিক্রি করেছিলেন। গত সোমবার সকালে মোস্তার স্ত্রী মাজেদা এবং তাঁর জা ফাতেমা বেগম পাওনা টাকা চাওয়ার জন্য আলমের বাড়িতে যান।

এ সময় আলমের স্ত্রী রুপা বেগমের সঙ্গে দুজনের কথা-কাটাকাটি হয়। পরে আলমের লোকজন লাঠিসোঁটা নিয়ে মোস্তা, মাজেদা ও ফাতেমাকে বেদম পিটিয়ে ফেলে রাখেন। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই ঘটনা থেকে বাঁচতে এবং প্রতিপক্ষকে ফাঁসাতে আলম ডিজেল দিয়ে তাঁর বাড়ির একটি টিনের ছাপড়া ঘরে আগুন লাগিয়ে দিলে মুহূর্তেই ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। পরে তিনি ঘটনাটি তাঁর বিশ্বস্ত এক ব্যক্তিকে বললে তা ফাঁস হয়ে যায়।

এ ব্যাপারে পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র বলেন, ‘দুই পক্ষের মামলা হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার ঘটনা সাজানো বলে মনে হয়েছে। আরও নিবিড়ভাবে তদন্ত চলছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায় বলেন, ‘পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। প্রকৃত অপরাধীকে খুঁজে বের করার চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত