আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ)
ভোটের নেশাই বলা যায়। হ্যাঁ, ভোট এলেই কেমন করে যেন তিনি প্রার্থী হয়ে যান। মেম্বার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কিংবা সংসদ সদস্য পদের নির্বাচন, কিছুই যেন বাদ রাখেননি তিনি। গত ৩৫ বছরে অংশ নেন ছয়টি নির্বাচনে। এতে এক জয় ছাড়া বাকি সব কটিতে টিকেনি জামানত। তবু দমে যাননি মানিকগঞ্জের ঘিওরের দুলাল বিশ্বাস। ফের প্রার্থী হিসেবে হাজির হয়েছেন ঘিওরের নালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে চশমা প্রতীক নিয়ে লড়বেন দুলাল। এর আগে ১৯৮৫ সালে নালী ইউনিয়নের ওয়ার্ড মেম্বার মারা যাওয়ায়, উপনির্বাচনে দুলাল প্রথমবার মেম্বার নির্বাচিত হন। পরবর্তী সময়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদে ২ বার, মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য হিসেবে তিনবার প্রার্থী হয়ে সব কটিতেই হারেন। এতবার হেরেও নাকি কোনো দুঃখ নেই তাঁর।
আজকের পত্রিকাকে দুলাল বিশ্বাস বলেন, ‘নির্বাচনে প্রার্থী হয়ে জনগণের ভোট না পেলেও আমার আক্ষেপ নাই। কৃষক-মজুর তথা আপামর জনসাধারণের ন্যায্য অধিকার
প্রতিষ্ঠা, ইউনিয়ন পরিষদের নিজস্ব কমপ্লেক্স ভবন ও জমি জটিলতার সমাধান এবং জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকতেই আমি আবার প্রার্থী হয়েছি। তা ছাড়া ভোটের হারানো সংস্কৃতি ফেরানোও প্রার্থী হওয়ার উদ্দেশ্য।’
নালী ইউনিয়নের ঠাটেঙ্গা গ্রামের মৃত প্রফুল্ল বিশ্বাসের ছেলে দুলাল বিশ্বাস পেশায় কৃষক। তাঁর জন্ম ১৯৫৬ সালে। ১৯৭৩ সালে এসএসসি পাস করে সরকারি দেবেন্দ্র কলেজে ভর্তি হলেও পরে আর পড়াশোনা শেষ করতে পারেননি দুলাল। ১৯৮২ সালে যোগ দেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টিতে। বর্তমানে সদ্য গঠিত সিপিবির ঘিওর উপজেলার সভাপতি এবং বাংলাদেশ খেত মজুর সমিতির মানিকগঞ্জ জেলা কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। কমরেড দুলাল বিশ্বাস গণমানুষের বিভিন্ন দাবি আন্দোলনের কারণে ১৯৮৭ সালে গ্রেপ্তার হয়ে ৬ মাস হাজতবাস করেন।
স্থানীয় কেল্লাই বাজারের ব্যবসায়ী মো. শোভন বলেন, ‘তাঁর (দুলাল) মতো সৎ মানুষকে জেতাতে না পারাটা আমাদেরই দুর্ভাগ্য।’
জনগণের দাবি পূরণে মাঠে থাকার কারণে এলাকায় নিরহংকার ও সাদা মনের মানুষ হিসেবেও বেশ পরিচিত দুলাল। তারপরও কেন ভোটের মাঠে হার? এই প্রশ্নের জবাবে দুলাল বলেন, ‘আমি তাঁদের (জনগণের) অধিকার নিয়ে কথা বলতে পেরেই খুশি। তাঁদের ইচ্ছা হলে ভোট দেবে। না হলে দেবে না। আমি এসব ভাবি না।’
এদিকে নির্বাচনকে সামনে রেখে অন্য হেভিওয়েট প্রার্থীদের সঙ্গে তাল মিলিয়ে ভোটের মাঠে প্রচার-প্রচারণায় সরব দেখা গেছে দুলাল বিশ্বাসকে।
ভোটের নেশাই বলা যায়। হ্যাঁ, ভোট এলেই কেমন করে যেন তিনি প্রার্থী হয়ে যান। মেম্বার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কিংবা সংসদ সদস্য পদের নির্বাচন, কিছুই যেন বাদ রাখেননি তিনি। গত ৩৫ বছরে অংশ নেন ছয়টি নির্বাচনে। এতে এক জয় ছাড়া বাকি সব কটিতে টিকেনি জামানত। তবু দমে যাননি মানিকগঞ্জের ঘিওরের দুলাল বিশ্বাস। ফের প্রার্থী হিসেবে হাজির হয়েছেন ঘিওরের নালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে চশমা প্রতীক নিয়ে লড়বেন দুলাল। এর আগে ১৯৮৫ সালে নালী ইউনিয়নের ওয়ার্ড মেম্বার মারা যাওয়ায়, উপনির্বাচনে দুলাল প্রথমবার মেম্বার নির্বাচিত হন। পরবর্তী সময়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদে ২ বার, মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য হিসেবে তিনবার প্রার্থী হয়ে সব কটিতেই হারেন। এতবার হেরেও নাকি কোনো দুঃখ নেই তাঁর।
আজকের পত্রিকাকে দুলাল বিশ্বাস বলেন, ‘নির্বাচনে প্রার্থী হয়ে জনগণের ভোট না পেলেও আমার আক্ষেপ নাই। কৃষক-মজুর তথা আপামর জনসাধারণের ন্যায্য অধিকার
প্রতিষ্ঠা, ইউনিয়ন পরিষদের নিজস্ব কমপ্লেক্স ভবন ও জমি জটিলতার সমাধান এবং জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকতেই আমি আবার প্রার্থী হয়েছি। তা ছাড়া ভোটের হারানো সংস্কৃতি ফেরানোও প্রার্থী হওয়ার উদ্দেশ্য।’
নালী ইউনিয়নের ঠাটেঙ্গা গ্রামের মৃত প্রফুল্ল বিশ্বাসের ছেলে দুলাল বিশ্বাস পেশায় কৃষক। তাঁর জন্ম ১৯৫৬ সালে। ১৯৭৩ সালে এসএসসি পাস করে সরকারি দেবেন্দ্র কলেজে ভর্তি হলেও পরে আর পড়াশোনা শেষ করতে পারেননি দুলাল। ১৯৮২ সালে যোগ দেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টিতে। বর্তমানে সদ্য গঠিত সিপিবির ঘিওর উপজেলার সভাপতি এবং বাংলাদেশ খেত মজুর সমিতির মানিকগঞ্জ জেলা কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। কমরেড দুলাল বিশ্বাস গণমানুষের বিভিন্ন দাবি আন্দোলনের কারণে ১৯৮৭ সালে গ্রেপ্তার হয়ে ৬ মাস হাজতবাস করেন।
স্থানীয় কেল্লাই বাজারের ব্যবসায়ী মো. শোভন বলেন, ‘তাঁর (দুলাল) মতো সৎ মানুষকে জেতাতে না পারাটা আমাদেরই দুর্ভাগ্য।’
জনগণের দাবি পূরণে মাঠে থাকার কারণে এলাকায় নিরহংকার ও সাদা মনের মানুষ হিসেবেও বেশ পরিচিত দুলাল। তারপরও কেন ভোটের মাঠে হার? এই প্রশ্নের জবাবে দুলাল বলেন, ‘আমি তাঁদের (জনগণের) অধিকার নিয়ে কথা বলতে পেরেই খুশি। তাঁদের ইচ্ছা হলে ভোট দেবে। না হলে দেবে না। আমি এসব ভাবি না।’
এদিকে নির্বাচনকে সামনে রেখে অন্য হেভিওয়েট প্রার্থীদের সঙ্গে তাল মিলিয়ে ভোটের মাঠে প্রচার-প্রচারণায় সরব দেখা গেছে দুলাল বিশ্বাসকে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪