Ajker Patrika

হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৪

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১০: ০৬
হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৪

মানিকগঞ্জের সাটুরিয়ায় এনজিও পরিচালক শহিদুল হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড এবং চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার বিকেলে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে তিন আসামি উপস্থিত ছিলেন।

রায়ে ঢাকার ধামরাইয়ের শাহিন আলমকে (পলাতক) মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। যাবজ্জীবনপ্রাপ্তদের সাড়ে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন টাঙ্গাইলের সাহেদ মিয়া, রাজা মিয়া (পলাতক), আব্দুল কুদ্দুস (পলাতক) ও বিষ্ণু সুইপার। এ মামলায় রহম আলী ও সেলিম মিয়া নামের দুজনকে খালাস দেওয়া হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৬ সালে দণ্ডপ্রাপ্ত শাহিন আলম ও নিহত শহিদুল মিলে প্রিয় বাংলা সমাজ উন্নয়ন সংস্থা নামের একটি এনজিও প্রতিষ্ঠা করেন। ২০০৬ সালে এনজিও’র ফান্ডে ১০ লাখ টাকা অনুদান আসে। এ টাকা হাতিয়ে নিতে ওই বছর শহিদুলকে হত্যা করা হয়।

এ ঘটনায় পুলিশ মানিকগঞ্জের সাটুরিয়া থানায় একটি হত্যা মামলা করে। ২০১৪ সালের ১০ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা, উপপরিদর্শক আব্দুল জলিল। মামলায় মোট ২৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল বিচারক এই রায় ঘোষণা করেন।

রায়ে সরকার পক্ষের আইনজীবী মথুর নাথ সরকার সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষের আইনজীবী দেওয়ান মিজানুর রহমান ও অরবিন্দ পোদ্দার উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত