Ajker Patrika

শিমুল হয়ে ফিরছেন মানালি

শিমুল হয়ে ফিরছেন মানালি

মানালি দে অভিনীত সর্বশেষ সিরিয়াল স্টার জলসার ‘ধুলোকণা’। গত বছরের ডিসেম্বরে ধারাবাহিকটি শেষ হওয়ার পর ছোট পর্দায় অনুপস্থিত ছিলেন অভিনেত্রী। এবার জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’ দিয়ে ধারাবাহিকে ফিরছেন মানালি। তবে তিনি শুধু একা নন, এ সিরিয়ালে আছেন আরও চার অভিনেত্রী—বাসবদত্তা চট্টোপাধ্যায়, স্নেহা চট্টোপাধ্যায়, কুয়াশা বিশ্বাস ও সৃজনী মিত্র। পাঁচ নারীর বন্ধুত্বের গল্প দেখা যাবে এতে।

গত সোমবার রাতে প্রকাশ করা হয়েছে কার কাছে কই মনের কথার প্রোমো। গল্প শুরু হয়েছে বিয়ের আসর থেকে। মানালির চরিত্রের নাম শিমুল। বিয়ে করে শ্বশুরবাড়ি যাচ্ছে সে। শিমুল শ্বশুরবাড়ি পা দিতে না দিতেই নতুন বউয়ের খুঁত খোঁজা শুরু। সবার কটাক্ষ মুখ বুজে সহ্য করে সে। শিমুল ভালো গান গায়। শ্বশুরবাড়িতে সঙ্গে নিয়ে এসেছে নিজের প্রিয় হারমোনিয়াম। কিন্তু শাশুড়ির নির্দেশে সে হারমোনিয়াম পাঠিয়ে দেওয়া হয় গুদামঘরে। শিমুলকে সংসারের কাজে ব্যস্ত রাখে শাশুড়ি। স্বামীও নিজের কাজ নিয়ে এত ব্যস্ত যে বউয়ের ভালোমন্দ, ইচ্ছা-অনিচ্ছা শোনার সময়ই নেই।

এর মধ্যে একদিন সুখবর আসে। এক একাডেমি থেকে গানের জন্য বিশেষ স্বীকৃতি পায় শিমুল। কিন্তু তা নিয়ে শ্বশুরবাড়ির কারও তেমন আগ্রহ নেই। মনের দুঃখে তাই সার্টিফিকেট ছিঁড়ে ফেলে শিমুল। ঘরের চার দেয়ালের মধ্যে শিমুলকে কেউ বুঝতে না চাইলেও প্রতিবেশী দিদিরা হয়ে ওঠে তার সহচরী। তারাই সেই ছেঁড়া সার্টিফিকেট জোড়া দিয়ে চমকে দেয় শিমুলকে। সেই প্রতিবেশীদের ভূমিকায় আছেন বাসবদত্তা, স্নেহা, কুয়াশা, সৃজনী প্রমুখ। শিগগিরই জি বাংলায় শুরু হবে সিরিয়ালটির প্রচার।

কার কাছে কই মনের কথার শিমুল চরিত্রটি নিয়ে বেশ উচ্ছ্বসিত মানালি। কলকাতার বাংলা সিরিয়ালের নিয়মিত মুখ তিনি। ‘স্থানীয় সংবাদ’, ‘প্রাক্তন’, ‘গোত্র’, ‘নিমকি ফুলকি ২-সহ অনেক সিনেমায়ও কাজ করেছেন। তবে সিরিয়ালের মাধ্যমেই বেশি পরিচিত তিনি। ‘বউ কথা কও’, ‘সখী’, ‘ভুলে যেও না প্লিজ’, ‘মহানায়ক’, ‘ভুতু’, ‘নকশীকাঁথা’ ধারাবাহিকগুলোর কল্যাণে শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশেও জনপ্রিয় মানালি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত