Ajker Patrika

মেয়াদোত্তীর্ণ আটা বিক্রি, জরিমানা

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৬ মে ২০২২, ১৫: ২৫
মেয়াদোত্তীর্ণ আটা বিক্রি, জরিমানা

সুনামগঞ্জের দোয়ারাবাজারে মেয়াদোত্তীর্ণ আটা বিক্রির দায়ে ডিলারসহ ১০ মুদি দোকানিকে ১ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার বাংলাবাজার ও বোগলাবাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ এ অভিযান পরিচালনা করেন।

এ সময় স্যানিটারি ইন্সপেক্টর মৃদুল মোহন চন্দ্র, দোয়ারাবাজার থানার এএসআই নোমালসহ প্রশাসনের লোকজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, একটি ব্র্যান্ডের আটা ডিলারের মাধ্যমে ভোক্তা পর্যায়ে বিক্রির মূল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য থাকায় বাংলাবাজারের ডিলার সালাহ্ উদ্দিনকে ১ লাখ টাকা, মুদি ব্যবসায়ী আব্দুল সামাদ ৩০ হাজার, রইস উদ্দিন ২ হাজার, হেলাল উদ্দিন ২ হাজার, আজিম উদ্দিন ৫ হাজার, আব্দুল কাদির ৫ হাজার, হাকিম আলী ৫ হাজার এবং বোগলা বাজারের আবুল হোসেন ২ হাজার, মতিউর রহমান ১০ হাজার ও মোশারফকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ জানান, ভোক্তা অধিকার আইনে তাঁদের কাছ থেকে ১ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া ওই কোম্পানির ডিলারকে সতর্ক করার পাশাপাশি মেয়াদোত্তীর্ণ আটা নিজ উদ্যোগে ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত