Ajker Patrika

দক্ষিণ আফ্রিকার দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৪: ৫৬
দক্ষিণ আফ্রিকার দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশের জর্জ এলাকার সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এদের মধ্যে নিহত জাফর আহমেদ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের বাসিন্দা। এ ছাড়া নিহত আমিনুলের বাড়ি ঢাকায় বলে জানা গেছে। নিহত জাফর আহমেদ কাদিরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ঘাটলা গ্রামের সোলায়মান মিয়ার বাড়ির রকিয়ত উল্যার ছেলে।

গতকাল মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) জহিরুল ইসলাম বাবু।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাজের সন্ধানে গত ৯-১০ বছর আগে দক্ষিণ আফ্রিকায় যান জাফর আহমেদ। পরে আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশে একটি ব্যবসা চালু করেন তিনি। বিয়ে করার উদ্দেশ্যে কয়েকদিন আগে দেশে আসার কথা ছিল তাঁর। পরিবারের পক্ষ থেকে পাত্রী পছন্দ করে রাখা হয়েছিল। কিন্তু করোনার ওমিক্রণ ভাইরাসের বিস্তার শুরু হওয়ার কারণে বিমানের ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় আর দেশে আসতে পারেননি।

নিহতের খালতো ভাই শাহাজাদ হোসেন জানান, ‘স্থানীয় সময় সোমবার বিকেল ৫টার দিকে মালামাল ক্রয় করে দোকানে আসছিলেন জাফর আহমেদ। পথে তাদের বহনকারী গাড়িটি বোফট ওয়েস্ট এলাকার হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত