Ajker Patrika

চাল পাচ্ছে ৫০ হাজার পরিবার

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ০৫ জুলাই ২০২২, ১৩: ৪৯
চাল পাচ্ছে ৫০ হাজার পরিবার

জামালপুরের ইসলামপুর উপজেলায় সাড়ে ৫০ হাজারেরও বেশি দুস্থ পরিবার ভিজিএফের চাল পাচ্ছে। ঈদ উপহার হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এসব চাল বিতরণ করবে। উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৯ জুলাই পর্যন্ত সুবিধাভোগীদের মধ্যে চাল বিতরণ করা হবে।

জানা গেছে, উপজেলায় ৫০ হাজার ৮২৩টি পরিবারের মধ্যে বিনা মূল্যে বিতরণের জন্য ৫০৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ১২ ইউনিয়নে ৪৬ হাজার ১৮২টি পরিবারের জন্য ৪৬১ মেট্রিক টন, ৮২০ কেজি চাল বরাদ্দ হয়েছে। এ ছাড়া ইসলামপুর পৌরসভার আওতায় ৪ হাজার ৬২১ দরিদ্র পরিবারের মধ্যে ৪৬ মেট্রিক টন, ২১০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

উপজেলা ত্রাণ ও পুনর্বাসন শাখা সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে মানবিক সহায়তা হিসেবে পৌরসভা এবং প্রতিটি ইউনিয়নে আলাদা তালিকা করে অতিদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে মাথাপিছু ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।

উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেহেদী হাসান টিটু জানান, প্রতিটি ইউপি চেয়ারম্যানকে উপকারভোগীদের নামের তালিকা জমা দেওয়ার জন্য বলা হয়েছে। ইউনিয়নগুলো থেকে উপকারভোগীদের নামের তালিকা পেলেই চেয়ারম্যানদের কাছে বরাদ্দ চাল হস্তান্তর করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. তানভীর হাসান রুমান জানান, সরকারি বরাদ্দের চাল দরিদ্র ও দুস্থদের মধ্যে বিতরণ করতে আমরা বদ্ধপরিকর। চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত