মিজানুর রহমান, কাউনিয়া
মুক্তিযুদ্ধকালে তখন চলছিল জ্যৈষ্ঠ মাস। কৃষকেরা পাট ও ধান কেটে উঠানে তুলছিলেন। সেই সময়ের এক দিন পাকিস্তানি বাহিনী কাউনিয়ার ভূতছাড়া, প্রাণনাথ ও ঘুঘুরথান গ্রামে হামলা চালায়। গ্রামের মানুষ প্রাণে বাঁচার জন্য ঘুঘুরথান জুড়াবান্দা বিল পাড় হয়ে সাধু গ্রামে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু হায়নার দল বিলে অসংখ্য শিশু ও নারী-পুরুষকে গুলি চালিয়ে হত্যা করে।
নির্মম এই ঘটনার স্মরণে স্বাধীনতার পর উপজেলার বালাপাড়া ও কুর্শা ইউনিয়নের একাংশ নিয়ে শহীদবাগ ইউনিয়ন গঠন করা হয়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনী ও স্থানীয় রাজাকারেরা কাউনিয়ার বিভিন্ন গ্রামে গণধর্ষণ ও হত্যায় মেতে ওঠে। তাঁদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গ্রামের মুক্তিকামী মানুষ উপজেলার রেললাইন উপড়ে ফেলেন। আর এতে করে ক্ষিপ্ত হয়ে দখলদার বাহিনী রাজাকারদের সহযোগিতায় হরিশ্বর গ্রামে হামলা চালায়। এরপর প্রাণনাথ ও ভূতছাড়া গ্রামে বসতবাড়িতে অগ্নিসংযোগ করে।
এ ঘটনায় গ্রামের হাজারো মানুষ পালানোর চেষ্টা করেন। এ সময় হায়নার দল তাঁদের ধরে এনে ঘুঘুরথান মন্দিরের মাঠে এবং জুড়াবান্দা বিলে লাইনে দাঁড় করিয়ে গুলি এবং আগুন পুড়িয়ে হত্যা করে।
ঘুঘুরথান গ্রামের বৃদ্ধ সুদর্শন চন্দ্র বর্মণ বলেন, জুড়াবান্দা বিলে অসংখ্য নারী- পুরুষের নিথর দেহ পড়েছিল। এই বিল মুক্তিযুদ্ধকালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
একই এলাকার গুলশান মোড়ের হায়দার আলী জানান, ভূতছাড়া গ্রামে এক দিনে শতাধিক মানুষকে গুলি করে এবং আগুন পুড়িয়ে হত্যা করে পাকিস্তানি বাহিনী। আর শিশুদের আছাড় মেরে হত্যা করেছিল।
ঘুঘুরথান গ্রামের সুবল চন্দ্র জানান, হাজারো শহীদের রক্তে রঞ্জিত ঘুঘুরথান জুড়াবান্দা বিল বধ্যভূমিটি দীর্ঘদিন অযত্নে আর অবহেলায় পড়েছিল। পরে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির উদ্যোগে এখানে শহীদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা তারিন বলেন, ‘একাত্তরের পাকিস্তানি হানাদার বাহিনী ও স্থানীয় রাজাকারদের নির্বিচার হত্যায় ঘুঘুরথান জুড়াবান্দায় শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে গত মঙ্গলবার সন্ধ্যায় স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বালন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।’
মুক্তিযুদ্ধকালে তখন চলছিল জ্যৈষ্ঠ মাস। কৃষকেরা পাট ও ধান কেটে উঠানে তুলছিলেন। সেই সময়ের এক দিন পাকিস্তানি বাহিনী কাউনিয়ার ভূতছাড়া, প্রাণনাথ ও ঘুঘুরথান গ্রামে হামলা চালায়। গ্রামের মানুষ প্রাণে বাঁচার জন্য ঘুঘুরথান জুড়াবান্দা বিল পাড় হয়ে সাধু গ্রামে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু হায়নার দল বিলে অসংখ্য শিশু ও নারী-পুরুষকে গুলি চালিয়ে হত্যা করে।
নির্মম এই ঘটনার স্মরণে স্বাধীনতার পর উপজেলার বালাপাড়া ও কুর্শা ইউনিয়নের একাংশ নিয়ে শহীদবাগ ইউনিয়ন গঠন করা হয়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনী ও স্থানীয় রাজাকারেরা কাউনিয়ার বিভিন্ন গ্রামে গণধর্ষণ ও হত্যায় মেতে ওঠে। তাঁদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গ্রামের মুক্তিকামী মানুষ উপজেলার রেললাইন উপড়ে ফেলেন। আর এতে করে ক্ষিপ্ত হয়ে দখলদার বাহিনী রাজাকারদের সহযোগিতায় হরিশ্বর গ্রামে হামলা চালায়। এরপর প্রাণনাথ ও ভূতছাড়া গ্রামে বসতবাড়িতে অগ্নিসংযোগ করে।
এ ঘটনায় গ্রামের হাজারো মানুষ পালানোর চেষ্টা করেন। এ সময় হায়নার দল তাঁদের ধরে এনে ঘুঘুরথান মন্দিরের মাঠে এবং জুড়াবান্দা বিলে লাইনে দাঁড় করিয়ে গুলি এবং আগুন পুড়িয়ে হত্যা করে।
ঘুঘুরথান গ্রামের বৃদ্ধ সুদর্শন চন্দ্র বর্মণ বলেন, জুড়াবান্দা বিলে অসংখ্য নারী- পুরুষের নিথর দেহ পড়েছিল। এই বিল মুক্তিযুদ্ধকালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
একই এলাকার গুলশান মোড়ের হায়দার আলী জানান, ভূতছাড়া গ্রামে এক দিনে শতাধিক মানুষকে গুলি করে এবং আগুন পুড়িয়ে হত্যা করে পাকিস্তানি বাহিনী। আর শিশুদের আছাড় মেরে হত্যা করেছিল।
ঘুঘুরথান গ্রামের সুবল চন্দ্র জানান, হাজারো শহীদের রক্তে রঞ্জিত ঘুঘুরথান জুড়াবান্দা বিল বধ্যভূমিটি দীর্ঘদিন অযত্নে আর অবহেলায় পড়েছিল। পরে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির উদ্যোগে এখানে শহীদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা তারিন বলেন, ‘একাত্তরের পাকিস্তানি হানাদার বাহিনী ও স্থানীয় রাজাকারদের নির্বিচার হত্যায় ঘুঘুরথান জুড়াবান্দায় শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে গত মঙ্গলবার সন্ধ্যায় স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বালন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫