শামিমুজ্জামান, খুলনা
খুলনায় ভরা মৌসুমেও চালের বাজার ঊর্ধ্বমুখী। বোরো ধানের চাল আসতে শুরু করেছে বাজারে। দাম নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযানও চলছে। তবু কোনো কিছুতেই লাগাম টেনে রাখা সম্ভব হচ্ছে না চালের দামের। গত এক সপ্তাহের ব্যবধানে চালের দাম বেড়েছে কেজিতে পাঁচ-ছয় টাকা। তবে কৃষি বিভাগ বলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে চালের বাজার ঊর্ধ্বমুখী।
গতকাল শুক্রবার খুলনার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কাঁটারী সিদ্ধ চাল ৮২ টাকা, নাজিরশাইল ৭৮ টাকা, মিনিকেট ৭০ টাকা, রানি আতব ৬৮ টাকা ও স্বর্ণা ৪৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে চালের দাম কেজিতে ৫-৬ টাকা কম ছিল। এদিকে প্রতি কেজি মসুর ডাল বিক্রি হয়েছে দেশি ১৪০ টাকায়। যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ১৩০ টাকায়। চিনি ৮৫ টাকায় ও আটা প্যাকেটজাত ৫০ টাকা কেজিতে বিক্রি।
তবে তেলের দাম বৃদ্ধি পায়নি। ২০০ টাকাতেই গতকাল খুলনার বাজারে বিক্রি হয়েছে। তবে সবজির দাম কিছুটা কম। ঢেঁড়ষ, পেঁপে, ঝিঙে, বেগুন উচ্চে, করলা বরবটি, লাউ, কুশি গড়ে ২০ টাকা থেকে ৪৫ টাকার মধ্যে রয়েছে। যা গত সপ্তাহে দাম কিছুটা বেশি ছিল।
তবে সর্বোপরি চালের দাম বৃদ্ধিতে দিশেহারা সাধারণ মানুষ। ভরা মৌসুমে চালের দামের ঊর্ধ্বগতি আগে দেখেনি কেউ। এ প্রসঙ্গে নগরীর চাল ব্যবসায়ী আব্দুল্লাহ বলেন, প্রতি বছরই ভরা মৌসুমে চালের দাম কম থাকে। তবে এবার ব্যতিক্রম, বোরো ধানের চাল উঠতে শুরু করেছে এক মাস হতে চলল কিন্তু এখনো দাম কমেনি।
এদিকে চালের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় ভোগান্তিতে সাধারণ মানুষ। এ ব্যাপারে গতকাল শুক্রবার নগরীর শেখ পাড়া বাজারে কথা হয় নূর মোহাম্মাদ টেনা নামে এক ক্রেতারা সঙ্গে। তিনি বলেন, ‘যেভাবে চালের দাম বাড়ছে তাতে কিছুদিন পর ভাত ছেড়ে বিকল্প খাবার খেতে হবে।’ শহিদ নামে এক ক্রেতা বলেন, ‘চালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যর দাম বৃদ্ধির কারণে সংসার চালানো কঠিন হয়ে পড়ছে।’
এ ব্যাপারে জেলা বাজার কর্মকর্তা মো. শাহরিয়ার আকুঞ্জি বলেন, ‘চালের দাম উর্ধ্বমূখী ঠিক। তবে বাজার নিয়ন্ত্রণের জন্য নিয়মিত অভিযান চালানো হচ্ছে। আশা করছি শিগগিরই চালের দাম নিয়ন্ত্রণে আসবে।’
এ বিষয়ে খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাফিজুর রহমান বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে চালের দাম বৃদ্ধি পাচ্ছে। দেশে ৪ কোটি মেট্রিক টন খাদ্য চাহিদা রয়েছে। এর মধ্যে চাল ৩ কোটি মেট্রিক টন, আটা ৭৫ লাখ মেট্রিক টন এবং অন্যান্য খাবার ২৫ লাখ মেট্রিক টন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে গো খাদ্য আমদানি বন্ধ রয়েছে। যে কারণে চালের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া কিছু মজুতদারেরা ধান কিনে মজুত করছে। যার বিরূপ প্রভাব পড়ছে চালের বাজারে।’
খুলনায় ভরা মৌসুমেও চালের বাজার ঊর্ধ্বমুখী। বোরো ধানের চাল আসতে শুরু করেছে বাজারে। দাম নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযানও চলছে। তবু কোনো কিছুতেই লাগাম টেনে রাখা সম্ভব হচ্ছে না চালের দামের। গত এক সপ্তাহের ব্যবধানে চালের দাম বেড়েছে কেজিতে পাঁচ-ছয় টাকা। তবে কৃষি বিভাগ বলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে চালের বাজার ঊর্ধ্বমুখী।
গতকাল শুক্রবার খুলনার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কাঁটারী সিদ্ধ চাল ৮২ টাকা, নাজিরশাইল ৭৮ টাকা, মিনিকেট ৭০ টাকা, রানি আতব ৬৮ টাকা ও স্বর্ণা ৪৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে চালের দাম কেজিতে ৫-৬ টাকা কম ছিল। এদিকে প্রতি কেজি মসুর ডাল বিক্রি হয়েছে দেশি ১৪০ টাকায়। যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ১৩০ টাকায়। চিনি ৮৫ টাকায় ও আটা প্যাকেটজাত ৫০ টাকা কেজিতে বিক্রি।
তবে তেলের দাম বৃদ্ধি পায়নি। ২০০ টাকাতেই গতকাল খুলনার বাজারে বিক্রি হয়েছে। তবে সবজির দাম কিছুটা কম। ঢেঁড়ষ, পেঁপে, ঝিঙে, বেগুন উচ্চে, করলা বরবটি, লাউ, কুশি গড়ে ২০ টাকা থেকে ৪৫ টাকার মধ্যে রয়েছে। যা গত সপ্তাহে দাম কিছুটা বেশি ছিল।
তবে সর্বোপরি চালের দাম বৃদ্ধিতে দিশেহারা সাধারণ মানুষ। ভরা মৌসুমে চালের দামের ঊর্ধ্বগতি আগে দেখেনি কেউ। এ প্রসঙ্গে নগরীর চাল ব্যবসায়ী আব্দুল্লাহ বলেন, প্রতি বছরই ভরা মৌসুমে চালের দাম কম থাকে। তবে এবার ব্যতিক্রম, বোরো ধানের চাল উঠতে শুরু করেছে এক মাস হতে চলল কিন্তু এখনো দাম কমেনি।
এদিকে চালের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় ভোগান্তিতে সাধারণ মানুষ। এ ব্যাপারে গতকাল শুক্রবার নগরীর শেখ পাড়া বাজারে কথা হয় নূর মোহাম্মাদ টেনা নামে এক ক্রেতারা সঙ্গে। তিনি বলেন, ‘যেভাবে চালের দাম বাড়ছে তাতে কিছুদিন পর ভাত ছেড়ে বিকল্প খাবার খেতে হবে।’ শহিদ নামে এক ক্রেতা বলেন, ‘চালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যর দাম বৃদ্ধির কারণে সংসার চালানো কঠিন হয়ে পড়ছে।’
এ ব্যাপারে জেলা বাজার কর্মকর্তা মো. শাহরিয়ার আকুঞ্জি বলেন, ‘চালের দাম উর্ধ্বমূখী ঠিক। তবে বাজার নিয়ন্ত্রণের জন্য নিয়মিত অভিযান চালানো হচ্ছে। আশা করছি শিগগিরই চালের দাম নিয়ন্ত্রণে আসবে।’
এ বিষয়ে খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাফিজুর রহমান বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে চালের দাম বৃদ্ধি পাচ্ছে। দেশে ৪ কোটি মেট্রিক টন খাদ্য চাহিদা রয়েছে। এর মধ্যে চাল ৩ কোটি মেট্রিক টন, আটা ৭৫ লাখ মেট্রিক টন এবং অন্যান্য খাবার ২৫ লাখ মেট্রিক টন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে গো খাদ্য আমদানি বন্ধ রয়েছে। যে কারণে চালের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া কিছু মজুতদারেরা ধান কিনে মজুত করছে। যার বিরূপ প্রভাব পড়ছে চালের বাজারে।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫