সম্পাদকীয়
লিলি ল্যাংট্রি ছিলেন বিখ্যাত অভিনয়শিল্পী। তাঁর রূপের খ্যাতি ছিল। একদিন অস্কার ওয়াইল্ড এসেছেন বিখ্যাত শিল্পী ফ্রাংক মাইলসের স্টুডিওতে। সেখানেই তিনি দেখলেন অনন্যসাধারণ সুন্দরী লিলিকে। সালিসবাড়ি স্ট্রিটের যে বাড়িটায় থাকতেন ওয়াইল্ড, সেই বাড়ির ওপরতলায় থাকতেন বন্ধু ফ্রাংক। অসাধারণ পেনসিল স্কেচ করতেন তিনি।
বিভিন্ন ভঙ্গিতে লিলির স্কেচ এঁকে তিনি ছড়িয়ে দিতেন। তাঁর আঁকা লিলির স্কেচ সে সময় পাওয়া যেত সব মনিহারি দোকানে।
লিলিকে দেখে নিস্তব্ধ হয়ে গিয়েছিলেন অস্কার। তাঁর কাছে ভেনাস ডি মেলোর চেয়েও সুন্দরী মনে হলো লিলিকে। লিলি বিয়ে করেছিলেন বেলফাস্টের বয়স্ক বিপত্নীক মি. ল্যাংট্রিকে। কিন্তু যিনি ভেনাস ডি মেলোর চেয়ে রূপসী, তাঁর রূপের খ্যাতি কি পুরো লন্ডনে ছড়িয়ে দিতে হবে না? এ রকম এক উচ্ছ্বাস নিয়েই ফ্রাংক মাইলস একদিন বলে উঠলেন, ‘আমি আমার পেনসিলে, অস্কার তার কলমে লিলিকে জোকান্দা ও লরা বানিয়ে তুলব।’
অস্কারের তখন একটু একটু নাম হয়েছে। লিলির উদ্দেশে তিনি লিখলেন কবিতা। ‘নিউ হেলেন’ নামে কবিতা। আবার লিখলেন, ‘হেলেনের প্রতি, আগে যিনি ছিলেন ট্রয়ে,
বর্তমানে লন্ডনে।’
লিলি মজলেন অস্কারে। গভীর হয়ে উঠল তাঁদের প্রেম। সারা বসন্তকাল ঘুরে বেড়ালেন তাঁরা। কিন্তু অস্কারের সব চেষ্টা বৃথা গেল একটিমাত্র কারণে। শিল্প বিষয়ে লিলির একেবারেই আগ্রহ নেই। লিলি যে আত্মজীবনী লিখেছেন, তাতে তিনি বলছেন, ‘ঘণ্টার পর ঘণ্টা আমার বাড়ির পথে ঘুরে অস্কার কবিতা লিখতেন। একদিন ক্লান্ত হয়ে আমার বাড়ির দোরগোড়ায় কুণ্ডলী পাকিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। অনেক রাতে ফিরতেন মি. ল্যাংট্রি। তিনি ঘুমন্ত অস্কারকে ডিঙিয়ে ঘরে ঢুকেছিলেন।’
শিল্পের সঙ্গে বোঝাপড়া নেই বলেই কি লিলি আর অস্কারের প্রেমের অবসান ঘটল? সেটা অবশ্য এখন কেউ আর ব্যাখ্যা করে বলতে পারবে না। তবে হ্যাঁ, বলে রাখা ভালো, এই অনিন্দ্যসুন্দর রূপসীর প্রেমিক ছিলেন প্রিন্স অব ওয়েলসও, যিনি সপ্তম এডওয়ার্ড নামে আছেন ইতিহাস বইয়ে।
সূত্র: ভবানী মুখোপাধ্যায়, অস্কার ওয়াইল্ড জীবনী ও সাহিত্য, পৃষ্ঠা ২৬-২৭
লিলি ল্যাংট্রি ছিলেন বিখ্যাত অভিনয়শিল্পী। তাঁর রূপের খ্যাতি ছিল। একদিন অস্কার ওয়াইল্ড এসেছেন বিখ্যাত শিল্পী ফ্রাংক মাইলসের স্টুডিওতে। সেখানেই তিনি দেখলেন অনন্যসাধারণ সুন্দরী লিলিকে। সালিসবাড়ি স্ট্রিটের যে বাড়িটায় থাকতেন ওয়াইল্ড, সেই বাড়ির ওপরতলায় থাকতেন বন্ধু ফ্রাংক। অসাধারণ পেনসিল স্কেচ করতেন তিনি।
বিভিন্ন ভঙ্গিতে লিলির স্কেচ এঁকে তিনি ছড়িয়ে দিতেন। তাঁর আঁকা লিলির স্কেচ সে সময় পাওয়া যেত সব মনিহারি দোকানে।
লিলিকে দেখে নিস্তব্ধ হয়ে গিয়েছিলেন অস্কার। তাঁর কাছে ভেনাস ডি মেলোর চেয়েও সুন্দরী মনে হলো লিলিকে। লিলি বিয়ে করেছিলেন বেলফাস্টের বয়স্ক বিপত্নীক মি. ল্যাংট্রিকে। কিন্তু যিনি ভেনাস ডি মেলোর চেয়ে রূপসী, তাঁর রূপের খ্যাতি কি পুরো লন্ডনে ছড়িয়ে দিতে হবে না? এ রকম এক উচ্ছ্বাস নিয়েই ফ্রাংক মাইলস একদিন বলে উঠলেন, ‘আমি আমার পেনসিলে, অস্কার তার কলমে লিলিকে জোকান্দা ও লরা বানিয়ে তুলব।’
অস্কারের তখন একটু একটু নাম হয়েছে। লিলির উদ্দেশে তিনি লিখলেন কবিতা। ‘নিউ হেলেন’ নামে কবিতা। আবার লিখলেন, ‘হেলেনের প্রতি, আগে যিনি ছিলেন ট্রয়ে,
বর্তমানে লন্ডনে।’
লিলি মজলেন অস্কারে। গভীর হয়ে উঠল তাঁদের প্রেম। সারা বসন্তকাল ঘুরে বেড়ালেন তাঁরা। কিন্তু অস্কারের সব চেষ্টা বৃথা গেল একটিমাত্র কারণে। শিল্প বিষয়ে লিলির একেবারেই আগ্রহ নেই। লিলি যে আত্মজীবনী লিখেছেন, তাতে তিনি বলছেন, ‘ঘণ্টার পর ঘণ্টা আমার বাড়ির পথে ঘুরে অস্কার কবিতা লিখতেন। একদিন ক্লান্ত হয়ে আমার বাড়ির দোরগোড়ায় কুণ্ডলী পাকিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। অনেক রাতে ফিরতেন মি. ল্যাংট্রি। তিনি ঘুমন্ত অস্কারকে ডিঙিয়ে ঘরে ঢুকেছিলেন।’
শিল্পের সঙ্গে বোঝাপড়া নেই বলেই কি লিলি আর অস্কারের প্রেমের অবসান ঘটল? সেটা অবশ্য এখন কেউ আর ব্যাখ্যা করে বলতে পারবে না। তবে হ্যাঁ, বলে রাখা ভালো, এই অনিন্দ্যসুন্দর রূপসীর প্রেমিক ছিলেন প্রিন্স অব ওয়েলসও, যিনি সপ্তম এডওয়ার্ড নামে আছেন ইতিহাস বইয়ে।
সূত্র: ভবানী মুখোপাধ্যায়, অস্কার ওয়াইল্ড জীবনী ও সাহিত্য, পৃষ্ঠা ২৬-২৭
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫