মিঠাপুকুর প্রতিনিধি
মিঠাপুকুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তাদের সতর্ক থেকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। গতকাল শনিবার তাঁদের সঙ্গে প্রশাসন ও পুলিশের মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।
উপজেলা পরিষদের বেগম রোকেয়া অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ১৭২ জন প্রিসাইডিং কর্মকর্তা অংশ নেন। পরে একই জায়গায় ১২৯ জন চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে মতবিনিময় করা হয়।
ইউপি নির্বাচনের সপ্তম ধাপে মিঠাপুকুরের ১৭ ইউনিয়নে ৭ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
গতকাল মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান। নির্বাচন স্বচ্ছ ও শতভাগ নিরপেক্ষ হবে জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট নিতে প্রিসাইডিং কর্মকর্তাদের ক্ষমতা দেওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা করা হবে।
আসিব আহসান জানান, প্রিসাইডিং কর্মকর্তা ছাড়া ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না এবং প্রিসাইডিং কর্মকর্তার কক্ষের দরজা সব সময় খোলা রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী। তিনি বলেন, ভোট সুষ্ঠু পরিবেশে হলেও গণনা ও ফল ঘোষণার সময় ত্রুটি-বিচ্যুতির কারণে অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তিনি এ সময় সবাইকে সতর্কতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন এবং জরুরি প্রয়োজনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য দেওয়ার আহ্বান জানান।
অপর বিশেষ অতিথি সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, ভোট গণনা শেষে নির্ধারিত ফরম পূরণ করে কেন্দ্রেই নির্বাচনের ফল ঘোষণা দিয়ে আসতে হবে। এমন কোনো ভুল করা যাবে না, যার খেসারত সারা জীবন ভোগ করতে হয়। এখনো অনেক রিটার্নিং ও প্রিসাইডিং কর্মকর্তা বিভাগীয় মামলায় খেসারত দিচ্ছেন।
উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মধুসুদন রায়, সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) মো. কামরুজ্জামান, পুলিশ পরিদর্শক জাকির হোসেন ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হান্নান।
অতিরিক্ত পুলিশ সুপার মধুসুদন বলেন, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা কোনো প্রার্থীর বাড়িতে রাত যাপন করতে পারবেন না। কোনো প্রার্থীর কাছ থেকে কোনো ধরনের উপহার নেওয়া বা লেনদেন করবেন না। এমনকি কারও দেওয়া খাবারও খাওয়া যাবে না।
সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান জানান, ভোট গণনার সময় প্রার্থীর নিয়োগ দেওয়া একজন পোলিং এজেন্ট থাকতে পারবেন। গণনার সময় যাঁরা কক্ষে থাকবেন, তাঁরা গণনা শেষ না হওয়া পর্যন্ত বাইরে যেতে পারবেন না।
পুলিশ পরিদর্শক জাকির হোসেন জানান, ভোট গণনা শেষে নির্ধারিত ফল ফরমে যাবতীয় তথ্যসহ পূরণ করে স্বাক্ষর করতে হবে। কোনো ক্রমেই ফাঁকা ফরমে স্বাক্ষর করে সরবরাহ করা যাবে না।
সভাপতির বক্তব্যে ইউএনও ফাতেমাতুজ জোহরা বলেন, কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রাতে কেন্দ্রে গিয়ে সেখানেই থাকবেন। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক ভোরে ব্যালট পেপার কেন্দ্রে নিয়ে যেতে হবে এবং কোনো ক্রমেই কেন্দ্রের বাইরে ব্যালট পেপারে স্বাক্ষর করা যাবে না।
মিঠাপুকুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তাদের সতর্ক থেকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। গতকাল শনিবার তাঁদের সঙ্গে প্রশাসন ও পুলিশের মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।
উপজেলা পরিষদের বেগম রোকেয়া অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ১৭২ জন প্রিসাইডিং কর্মকর্তা অংশ নেন। পরে একই জায়গায় ১২৯ জন চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে মতবিনিময় করা হয়।
ইউপি নির্বাচনের সপ্তম ধাপে মিঠাপুকুরের ১৭ ইউনিয়নে ৭ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
গতকাল মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান। নির্বাচন স্বচ্ছ ও শতভাগ নিরপেক্ষ হবে জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট নিতে প্রিসাইডিং কর্মকর্তাদের ক্ষমতা দেওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা করা হবে।
আসিব আহসান জানান, প্রিসাইডিং কর্মকর্তা ছাড়া ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না এবং প্রিসাইডিং কর্মকর্তার কক্ষের দরজা সব সময় খোলা রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী। তিনি বলেন, ভোট সুষ্ঠু পরিবেশে হলেও গণনা ও ফল ঘোষণার সময় ত্রুটি-বিচ্যুতির কারণে অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তিনি এ সময় সবাইকে সতর্কতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন এবং জরুরি প্রয়োজনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য দেওয়ার আহ্বান জানান।
অপর বিশেষ অতিথি সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, ভোট গণনা শেষে নির্ধারিত ফরম পূরণ করে কেন্দ্রেই নির্বাচনের ফল ঘোষণা দিয়ে আসতে হবে। এমন কোনো ভুল করা যাবে না, যার খেসারত সারা জীবন ভোগ করতে হয়। এখনো অনেক রিটার্নিং ও প্রিসাইডিং কর্মকর্তা বিভাগীয় মামলায় খেসারত দিচ্ছেন।
উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মধুসুদন রায়, সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) মো. কামরুজ্জামান, পুলিশ পরিদর্শক জাকির হোসেন ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হান্নান।
অতিরিক্ত পুলিশ সুপার মধুসুদন বলেন, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা কোনো প্রার্থীর বাড়িতে রাত যাপন করতে পারবেন না। কোনো প্রার্থীর কাছ থেকে কোনো ধরনের উপহার নেওয়া বা লেনদেন করবেন না। এমনকি কারও দেওয়া খাবারও খাওয়া যাবে না।
সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান জানান, ভোট গণনার সময় প্রার্থীর নিয়োগ দেওয়া একজন পোলিং এজেন্ট থাকতে পারবেন। গণনার সময় যাঁরা কক্ষে থাকবেন, তাঁরা গণনা শেষ না হওয়া পর্যন্ত বাইরে যেতে পারবেন না।
পুলিশ পরিদর্শক জাকির হোসেন জানান, ভোট গণনা শেষে নির্ধারিত ফল ফরমে যাবতীয় তথ্যসহ পূরণ করে স্বাক্ষর করতে হবে। কোনো ক্রমেই ফাঁকা ফরমে স্বাক্ষর করে সরবরাহ করা যাবে না।
সভাপতির বক্তব্যে ইউএনও ফাতেমাতুজ জোহরা বলেন, কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রাতে কেন্দ্রে গিয়ে সেখানেই থাকবেন। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক ভোরে ব্যালট পেপার কেন্দ্রে নিয়ে যেতে হবে এবং কোনো ক্রমেই কেন্দ্রের বাইরে ব্যালট পেপারে স্বাক্ষর করা যাবে না।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
২ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪