সম্পাদকীয়
নবনীতা দেব সেন গিয়েছিলেন যোড়হাটে এক সাহিত্যসভায়। ইচ্ছে হলো সেখান থেকে যাবেন তাওয়াংয়ে। তাওয়াং এমন দুর্গম, যেখানে আদিবাসী মানুষ আর সেনাসদস্যরাই আছেন। সেখানে পারমিট নিয়ে যেতে হয়। মেয়েদের তো সেখানে যাওয়ার প্রশ্নই আসে না।
কিন্তু নবনীতা যাবেন। শীত থেকে নিজেকে রক্ষা করার মতো জামাকাপড় নেই। তবু যাবেন। পারমিট জোগাড় হয়নি, তবু যাবেন। কোথায় গিয়ে উঠবেন, জানেন না, তবু যাবেন।
তেজপুরে এসে উঠলেন কয়েক পুরুষ ধরে এখানে থাকা এক বাঙালি পরিবারে। নবনীতাকে তারা চেনেন লেখার সূত্র ধরে। যত দিন ইচ্ছে, এখানে থাকা যাবে—এমনটাই ভাবছে এই বোস পরিবার। মিসেস বোস, অর্থাৎ যাঁকে এরই মধ্যে আলোদি বানিয়ে ফেলেছেন নবনীতা, তিনি একেবারেই চান না, নবনীতা তাওয়াংয়ে যান। অধ্যাপক বোসও তাঁর স্ত্রীর সঙ্গে একমত। শুধু তাঁদের ছেলে শমী মা-বাবাকে বলে যাচ্ছে, ‘কেন মাসিকে যেতে দিচ্ছ না তোমরা? কুম্ভমেলায় কি ওকে যেতে দিতে তোমরা? মাসি তো গেছে। এ কারণেই না তোমরা বইটা পড়েছ!’
পারমিট আনার জন্য ইনারলাইন সরকারি অফিসে যাওয়া হলো। যিনি পারমিট দেবেন, তিনি তখন ইটানগরে। দুই-তিন দিন পর ফিরবেন তেজপুর। তাওয়াংয়ের এক ডাক্তারের জিপগাড়ি খারাপ হয়ে গেছে। তিনি একটি রেশন ট্রাকে করে ফিরবেন। তাঁর সঙ্গে ঝুলে পড়তে চাইলেন নবনীতা। কিন্তু সেটাও হলো না। তখন বোস পরিবারের কাছে টেলিফোন গাইডটা চাইলেন। সেখানে পাওয়া গেল পরিচিত এক নাম। ইটানগরে গভর্নরের উপদেষ্টার নাম মি. হাউন্ড, সে কথাই বলেছিলেন বিজয় হেনড্রিকে, সেখানকার এমএলএ। তাঁকে ফোন করলেন নবনীতা। অপর পাশ থেকে কেউ বলল, ‘নমস্কার। আমি হাউন্ড বলছি।’
সিরিয়াস কণ্ঠে নবনীতা বললেন, ‘আমি ডক্টর নবনীতা দেব সেন বলছি।’
‘ও, ডক্টর দেব সেন? কালই আপনার একটা ইন্টারভিউ শুনলাম গৌহাটি রেডিওতে। তেজপুরে কবে এলেন?’
বেশি কথায় না গিয়ে নবনীতা তাওয়াংয়ের পারমিট চাইলেন এবং বিকেল পাঁচটার মধ্যেই হয়ে গেল সে পারমিট! এরপর তাওয়াং।
সূত্র: নবনীতা দেব সেন, ট্রাকবাহনে ম্যাকমাহনে, পৃষ্ঠা ৬৮-৭৩
নবনীতা দেব সেন গিয়েছিলেন যোড়হাটে এক সাহিত্যসভায়। ইচ্ছে হলো সেখান থেকে যাবেন তাওয়াংয়ে। তাওয়াং এমন দুর্গম, যেখানে আদিবাসী মানুষ আর সেনাসদস্যরাই আছেন। সেখানে পারমিট নিয়ে যেতে হয়। মেয়েদের তো সেখানে যাওয়ার প্রশ্নই আসে না।
কিন্তু নবনীতা যাবেন। শীত থেকে নিজেকে রক্ষা করার মতো জামাকাপড় নেই। তবু যাবেন। পারমিট জোগাড় হয়নি, তবু যাবেন। কোথায় গিয়ে উঠবেন, জানেন না, তবু যাবেন।
তেজপুরে এসে উঠলেন কয়েক পুরুষ ধরে এখানে থাকা এক বাঙালি পরিবারে। নবনীতাকে তারা চেনেন লেখার সূত্র ধরে। যত দিন ইচ্ছে, এখানে থাকা যাবে—এমনটাই ভাবছে এই বোস পরিবার। মিসেস বোস, অর্থাৎ যাঁকে এরই মধ্যে আলোদি বানিয়ে ফেলেছেন নবনীতা, তিনি একেবারেই চান না, নবনীতা তাওয়াংয়ে যান। অধ্যাপক বোসও তাঁর স্ত্রীর সঙ্গে একমত। শুধু তাঁদের ছেলে শমী মা-বাবাকে বলে যাচ্ছে, ‘কেন মাসিকে যেতে দিচ্ছ না তোমরা? কুম্ভমেলায় কি ওকে যেতে দিতে তোমরা? মাসি তো গেছে। এ কারণেই না তোমরা বইটা পড়েছ!’
পারমিট আনার জন্য ইনারলাইন সরকারি অফিসে যাওয়া হলো। যিনি পারমিট দেবেন, তিনি তখন ইটানগরে। দুই-তিন দিন পর ফিরবেন তেজপুর। তাওয়াংয়ের এক ডাক্তারের জিপগাড়ি খারাপ হয়ে গেছে। তিনি একটি রেশন ট্রাকে করে ফিরবেন। তাঁর সঙ্গে ঝুলে পড়তে চাইলেন নবনীতা। কিন্তু সেটাও হলো না। তখন বোস পরিবারের কাছে টেলিফোন গাইডটা চাইলেন। সেখানে পাওয়া গেল পরিচিত এক নাম। ইটানগরে গভর্নরের উপদেষ্টার নাম মি. হাউন্ড, সে কথাই বলেছিলেন বিজয় হেনড্রিকে, সেখানকার এমএলএ। তাঁকে ফোন করলেন নবনীতা। অপর পাশ থেকে কেউ বলল, ‘নমস্কার। আমি হাউন্ড বলছি।’
সিরিয়াস কণ্ঠে নবনীতা বললেন, ‘আমি ডক্টর নবনীতা দেব সেন বলছি।’
‘ও, ডক্টর দেব সেন? কালই আপনার একটা ইন্টারভিউ শুনলাম গৌহাটি রেডিওতে। তেজপুরে কবে এলেন?’
বেশি কথায় না গিয়ে নবনীতা তাওয়াংয়ের পারমিট চাইলেন এবং বিকেল পাঁচটার মধ্যেই হয়ে গেল সে পারমিট! এরপর তাওয়াং।
সূত্র: নবনীতা দেব সেন, ট্রাকবাহনে ম্যাকমাহনে, পৃষ্ঠা ৬৮-৭৩
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫