Ajker Patrika

পুলিশ হাসপাতালে বিনা মূল্যে চিকিৎসাসেবা

সিলেট প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৫: ২৫
পুলিশ হাসপাতালে বিনা মূল্যে চিকিৎসাসেবা

সিলেট জেলা পুলিশ লাইনসের বিভাগীয় পুলিশ হাসপাতালে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া শুরু হয়েছে। দুই দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ। সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন এতে সভাপতিত্ব করেন।

এইমস হেলথ কেয়ার বাংলাদেশের সার্বিক সহযোগিতায় ক্যাম্পে ভারতের চেন্নাইয়ের কাভেরী হাসপাতালের লিভার ট্রান্সপ্লান্ট বিভাগের সিনিয়র কনসালট্যান্ট এলেনকুমারান, ইউরোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট জিবাগান মুরুগেসান ও নিউরোলজি অ্যান্ড স্পাইন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ভুবনেশ্বরী রাজেন্দারন এই সেবা দেবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার নূরুল ইসলাম, সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান, বিভাগীয় পুলিশ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ বলেন, পুলিশ সদস্য ও জনসাধারণকে উন্নত স্বাস্থ্য সেবা দিতে আগামী দুই দিন বিশেষজ্ঞ চিকিৎসকেরা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রোগী দেখবেন। দুই দিনের এই ক্যাম্পে ৩৬০ জন পুলিশ সদস্য ও ২৫ জন সাধারণ মানুষ উন্নত চিকিৎসা পাবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে সাংবাদিককে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত