Ajker Patrika

আগুনে পুড়ল নৌকা প্রতীক

মিঠাপুকুর প্রতিনিধি
আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১২: ২২
আগুনে পুড়ল নৌকা প্রতীক

মিঠাপুকুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে টাঙানো নৌকা প্রতীক দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে। গত সোমবার রাতে উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের মিয়ার হাট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার কাফ্রিখালে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমানের পক্ষে স্থানীয় কর্মী ও সমর্থকেরা মিয়ার হাটে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি একটি নৌকা প্রতীক টানিয়ে দেন। পরের দিন গতকাল মঙ্গলবার সকালে নৌকাটি পুড়িয়ে দেওয়া অবস্থায় পাওয়া যায়।

যদিও সোমবার রাত সাড়ে ১০টা পর্যন্ত কুমরগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে নৌকা প্রতীকের সমর্থনে সভা করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান নিরঞ্জন চন্দ্র মহন্ত ও রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মণ্ডল মওলা।

মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক জাকির হোসেন প্রতীক পুড়িয়ে দেওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়া যায়নি। তবুও সর্বাধিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও উপজেলা পরিণতের ভাইস চেয়ারম্যান নিরঞ্জন চন্দ্র বলেন, নৌকাবিরোধীরা ভোটারদের মধ্যে ভীতিকর পরিবেশ সৃষ্টির জন্য এ ধরনের নিন্দনীয় কাজ করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত