Ajker Patrika

অ্যাম্বুলেন্স তিনটি, চালক একজন

মিজানুর রহমান, তানোর
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৭: ২০
অ্যাম্বুলেন্স তিনটি, চালক একজন

তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স রয়েছে তিনটি। কিন্তু এর জন্য চালক রয়েছেন একজন। এর মধ্যে দুটি অ্যাম্বুলেন্স নতুন, একটি পুরোনো। চালকের অভাবে প্রতিনিয়ত পড়ে থাকছে দুটি অ্যাম্বুলেন্স।

এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার সাড়ে তিন লাখের বেশি মানুষ।

জরুরি সেবা না পেয়ে বাধ্য হয়ে বেসরকারি অ্যাম্বুলেন্স, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে রোগী নিয়ে যাচ্ছে তাদের স্বজনেরা। এতে বাড়তি ভাড়া গোনার পাশাপাশি চরম দুর্ভোগের শিকার হচ্ছে উপজেলাবাসী।

তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আগে ছিল ৩১ শয্যা বিশিষ্ট। তখন অ্যাম্বুলেন্স ছিল একটি। সেই অ্যাম্বুলেন্স দুর্ঘটনাকবলিত হওয়ায় নতুন আরেকটি অ্যাম্বুলেন্স বরাদ্দ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত করার পর ২০২০ সালে উপজেলা পরিষদের বিশেষ বরাদ্দে একটি এবং ২০২১ সালে কোনো পদ সৃষ্টি না করেই আরেকটি নতুন অ্যাম্বুলেন্স স্বাস্থ্য কমপ্লেক্সে বরাদ্দ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে আব্দুল সালাম নামের একজন চালক রয়েছেন। তিনি একটি নতুন অ্যাম্বুলেন্স চালান। রোগীর চাপ থাকলেও শুধু চালকের অভাবে পড়ে থাকছে বাকি দুই অ্যাম্বুলেন্স।

সরকারি অ্যাম্বুলেন্সে বিনা মূল্যে অক্সিজেন সুবিধা পাওয়া যায়। আর বেসরকারি অ্যাম্বুলেন্সে বেশি ভাড়া গোনার পাশাপাশি অক্সিজেনের জন্যও গুনতে হয় অতিরিক্ত টাকা।

বিপদে পড়ে বাধ্য হয়ে বেশি টাকা দিয়েই উন্নত চিকিৎসার জন্য নিয়মিত রোগী পরিবহন করছে রোগীর স্বজনেরা। খোদ হাসপাতালের জরুরি বিভাগের সামনে ও হাসপাতাল চত্বরেই দাঁড় করিয়ে রাখা হচ্ছে বেসরকারি মালিকদের অ্যাম্বুলেন্স। অথচ গ্যারেজে পড়ে থাকছে সরকারি অ্যাম্বুলেন্স।

এ নিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাঁনাবাস হাসদাক বলেন, একটি পুরোনো ও দুটি নতুন মিলিয়ে হাসপাতালে মোট অ্যাম্বুলেন্স রয়েছে তিনটি। কিন্তু চালকের পদ রয়েছে একজন। তবে হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে ড্রাইভার নিয়োগ দিলে অ্যাম্বুলেন্সগুলো চালানো সম্ভব হতো। পাশাপাশি কম খরচে রোগীরা ভালো সেবা পেতেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত