Ajker Patrika

জয়ের ব্যাপারে আশাবাদী প্রতিবন্ধী আরিফ

পীরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৬: ২৮
জয়ের ব্যাপারে আশাবাদী প্রতিবন্ধী আরিফ

পীরগঞ্জের কাবিলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে বৈদ্যুতিক পাখা প্রতীকে নির্বাচন করছেন শারীরিক প্রতিবন্ধী আরিফ মিয়া (২৬)। নিজের জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানান তিনি।

ইউপি নির্বাচনে সদস্য পদে অংশগ্রহণ করে সবার মনোযোগ কেড়েছেন আরিফ। শুধু ইউনিয়ন নয়, পুরো উপজেলাজুড়েই আরিফকে নিয়ে চলছে আলোচনা, পর্যালোচনা।

জানা গেছে, ২০১৪ সালে উপজেলার চতরা ইকলিমপুর উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করেন। এরপর তিনি চতরা বিজ্ঞান ও কারিগরি কলেজে ভর্তি হন। তবে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার আগেই পড়াশোনায় ইতি টানেন আরিফ।

আরিফ মিয়া বলেন, কাবিলপুর ইউপির ৩ নম্বর ওয়ার্ডে ২ হাজার ৮০০ জন ভোটার রয়েছেন। আমি অধিকাংশ ভোটারের সঙ্গে দেখা করেছি। ভোটাররা নিজেদের টাকা খরচ করে আমার পক্ষে প্রচার চালাচ্ছেন। নির্বাচিত হলে জনতার সেবায় নিজেকে উৎসর্গ করব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত