Ajker Patrika

প্রতিপক্ষের হামলায় প্রার্থীর ৫ স্বজন আহত

পীরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৭: ৪৩
প্রতিপক্ষের হামলায় প্রার্থীর ৫ স্বজন আহত

পীরগঞ্জে প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের এক সদস্য প্রার্থীর স্ত্রীসহ পাঁচ স্বজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে উপজেলার কাবিলপুর ইউনিয়নের জুনিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।

কাবিলপুর ইউপিতে আগামী ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ৬ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য প্রার্থী হিসেবে আছেন তালা প্রতীকের আব্দুস সামাদ মিয়া ও ফুটবল প্রতীকের জাকির হোসেন। নির্বাচন নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এলাকাবাসী জানান, জাকির হোসেন শুক্রবার রাতে তাঁর কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল বের করেন। একপর্যায়ে জাকিরের কর্মী গোলজার হোসেন, নয়া মিয়া, মহসিন মিয়া, সিদ্দিক হোসেন, মেজা ও জাহাঙ্গীর হোসেনসহ ২০ থেকে ৩০ জনের একটি দল প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুস সামাদ মিয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় সামাদ বাড়িতে ছিলেন না।

অভিযোগ রয়েছে, হামলা ও মারপিটে প্রার্থী সামাদের স্ত্রী রুবি বেগম, ভাই সাদেক আলী ও আব্দুস সাত্তার মিয়া, বোন মেহেরান বেগম এবং ভাতিজা ইউসুব আলী গুরুতর আহত হন। তাঁদের রাতেই পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রার্থী সামাদ বলেন, ‘আমি ঘটনার সময় পার্শ্ববর্তী চতরাহাটে আমার ওষুধের দোকানে ছিলাম। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাকির হোসেন তার লোকজন নিয়ে আমার বাড়িতে হামলার পর মারপিট ও ধারালো ছোরা দিয়ে কুপিয়ে পাঁচজনকে আহত করেছে। আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আমি জাকির হোসেনের বিরুদ্ধে মামলা করব।’

এ ব্যাপারে বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করেও জাকির হোসেনের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র বলেন, হামলা ও মারপিটের ঘটনাটি তাঁরা জানতে পেরেছেন। তবে এ বিষয়ে এখনো কেউ অভিযোগ দেয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত