Ajker Patrika

করোনা টিকা পেয়ে উচ্ছ্বসিত মাধ্যমিকের শিক্ষার্থীরা

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৫: ৪১
করোনা টিকা পেয়ে উচ্ছ্বসিত মাধ্যমিকের শিক্ষার্থীরা

মৌলভীবাজার পৌরসভার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়। ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের সপ্তাহব্যাপী এ টিকাদান নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার কথা জানান জেলা সিভিল সার্জন।

শহরের কাশিনাথ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের ফাইজারের টিকাদান শুরু হয়। এই প্রতিষ্ঠানে ১ হাজার ৪২৪ শিক্ষার্থী টিকা পাবে। করোনারভাইরাসের কারণে প্রায় দেড় বছর বন্ধ ছিল সব শিক্ষাপ্রতিষ্ঠান। করোনা প্রতিষেধক নিতে পেরে আনন্দিত তারা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা গ্রহণ করলেও টিকা পাওয়ার উচ্ছ্বাস তাদের চোখেমুখে ফুটে উঠে।

সরেজমিনে দেখা যায়, প্রথম দিন ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফাইজারের করোনা টিকার প্রথম ডোজ দেওয়া শুরু হয়। পর্যায়ক্রমে পৌরসভা আদর্শ উচ্চবিদ্যালয়, মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়, হাফিজ খাতুন বালিকা উচ্চবিদ্যালয়, আলি আমজাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও দি ফ্লাওয়ার কেজি অ্যান্ড হাই স্কুলের শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হবে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, পৌর এলাকার ছয়টি স্কুলে ৫ হাজার ৭৩১ শিক্ষার্থীদের ফাইজারের করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হবে। এদিকে টিকা নিতে পূর্বনির্ধারিত প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা সকাল ৮টা থেকে কেন্দ্রে এসে ভিড় করেন।

কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের মৌ, তাসলিমা, শাহান, তুহিনসহ কয়েকজন শিক্ষার্থী জানায়, দুই থেকে তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকা নেয়। তবে টিকা নিতে পেরে তারা আনন্দিত।

মোহিনী মল্লিক বলে, হাতে একটু ব্যথা পেয়েছি। তবে টিকা নিতে পেরে ভালো লাগছে।

সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ বলেন, ‘সরকার পর্যায়ক্রমে দেশের সব নাগরিককে টিকার আওতায় নিয়ে আসবে। আমরা এই মুহূর্তে শিক্ষার্থীদের বেশি গুরুত্ব দিচ্ছি। পর্যাপ্ত টিকা রয়েছে। আমরা সুষ্ঠুভাবে সপ্তাহব্যাপী এ কার্যক্রম সম্পন্নের ব্যাপারে আশাবাদী।’

শিক্ষার্থীদের টিকাদানের জন্য গত ১৫ নভেম্বর মৌলভীবাজারে ১৮ হাজার ৭২০ ডোজ ফাইজারের করোনা টিকা আসে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত