আজকের পত্রিকা ডেস্ক
ঈদের আগে ৩২ হাজার ৯০৪টি ভূমিহীন পরিবারকে পাকা ঘর উপহার দিল সরকার। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে এ ঘর দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে গণভবন থেকে ভার্চ্যুয়ালি এ ঘর বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
এরপর নিজ নিজ উপজেলায় আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে ঘরের দলিল ও চাবি তুলে দেওয়া হয়। সারা দেশের মতো গাজীপুর ও মানিকগঞ্জের বিভিন্ন উপজেলাতেও এ ঘর বিতরণ করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর:
কাপাসিয়া (গাজীপুর) : কাপাসিয়ায় ৪৫টি পরিবারকে দেওয়া হয়েছে আশ্রয়ণ প্রকল্পের ঘর। এ ঘর বিতরণ উপলক্ষে পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৪ আসনের সাংসদ সিমিন হোসেন রিমি।
কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন পারভীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমানত হোসেন খান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহিদুল্লাহ প্রমুখ।
শ্রীপুর (গাজীপুর): শ্রীপুরেও ৪৫টি ভূমিহীন পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়া হয়েছে। এ উপলক্ষে শ্রীপুর উপজেলা পরিষদে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক অঞ্জন কুমার সরকার, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম প্রধান, গাজীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাফি উদ্দিন মোড়ল প্রমুখ।
কালীগঞ্জ (গাজীপুর): কালীগঞ্জে ৪৫টি ভূমিহীন পরিবারকে ঘর দেওয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহের আফরোজ চুমকি। এতে সভাপতিত্ব করেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন সর্দার। এ সময় আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসসাদিকজামান প্রমুখ।
কালিয়াকৈর (গাজীপুর) : কালিয়াকৈরে ৬০ পরিবারকে জমিসহ ঘর উপহার দেওয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম আজাদ।
ঘিওর (মানিকগঞ্জ): তৃতীয় ধাপে ঘিওরে ৯২টি পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়া হবে। গতকাল ঘিওর উপজেলা পরিষদের সভাকক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হামিদুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইসতিয়াক আহমেদ শামীম, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা, সহকারী কমিশনার (ভূমি) মো. মোহছেন উদ্দিন প্রমুখ।
সিঙ্গাইর (মানিকগঞ্জ): সিঙ্গাইরে ৫৪টি গৃহহীন পরিবারকে ঘর উপহার দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন মানিকগঞ্জ-২ আসনের সাংসদ মমতাজ বেগম, মানিকগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ, সিঙ্গাইর উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ, সহকারী কমিশনার (ভূমি) শাম্মা লাবিবা অর্ণব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ খান প্রমুখ।
হরিরামপুর (মানিকগঞ্জ) : উপজেলার ১০টি ভূমিহীন পরিবার পেয়েছে আশ্রয়ণ প্রকল্পের ঘর। এ উপলক্ষে গতকাল হরিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহসীন মৃধা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ দেওয়ান সাইদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
দৌলতপুর (মানিকগঞ্জ) : উপজেলার চারটি পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়া হয়েছে। এ ঘর দেওয়া উপলক্ষে উপজেলা পরিষদে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. সানোয়ারুল হক, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম রাজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরুল হাসান প্রমুখ।
শিবালয় (মানিকগঞ্জ) : উপজেলার নয়টি ভূমিহীন পরিবার পেয়েছে আশ্রয়ণ প্রকল্পের ঘর। এ ঘর বিতরণ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউর রহমান খান জানু। এ সময় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক শুক্লা সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলাম প্রমুখ।
ঈদের আগে ৩২ হাজার ৯০৪টি ভূমিহীন পরিবারকে পাকা ঘর উপহার দিল সরকার। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে এ ঘর দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে গণভবন থেকে ভার্চ্যুয়ালি এ ঘর বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
এরপর নিজ নিজ উপজেলায় আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে ঘরের দলিল ও চাবি তুলে দেওয়া হয়। সারা দেশের মতো গাজীপুর ও মানিকগঞ্জের বিভিন্ন উপজেলাতেও এ ঘর বিতরণ করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর:
কাপাসিয়া (গাজীপুর) : কাপাসিয়ায় ৪৫টি পরিবারকে দেওয়া হয়েছে আশ্রয়ণ প্রকল্পের ঘর। এ ঘর বিতরণ উপলক্ষে পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৪ আসনের সাংসদ সিমিন হোসেন রিমি।
কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন পারভীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমানত হোসেন খান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহিদুল্লাহ প্রমুখ।
শ্রীপুর (গাজীপুর): শ্রীপুরেও ৪৫টি ভূমিহীন পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়া হয়েছে। এ উপলক্ষে শ্রীপুর উপজেলা পরিষদে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক অঞ্জন কুমার সরকার, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম প্রধান, গাজীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাফি উদ্দিন মোড়ল প্রমুখ।
কালীগঞ্জ (গাজীপুর): কালীগঞ্জে ৪৫টি ভূমিহীন পরিবারকে ঘর দেওয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহের আফরোজ চুমকি। এতে সভাপতিত্ব করেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন সর্দার। এ সময় আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসসাদিকজামান প্রমুখ।
কালিয়াকৈর (গাজীপুর) : কালিয়াকৈরে ৬০ পরিবারকে জমিসহ ঘর উপহার দেওয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম আজাদ।
ঘিওর (মানিকগঞ্জ): তৃতীয় ধাপে ঘিওরে ৯২টি পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়া হবে। গতকাল ঘিওর উপজেলা পরিষদের সভাকক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হামিদুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইসতিয়াক আহমেদ শামীম, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা, সহকারী কমিশনার (ভূমি) মো. মোহছেন উদ্দিন প্রমুখ।
সিঙ্গাইর (মানিকগঞ্জ): সিঙ্গাইরে ৫৪টি গৃহহীন পরিবারকে ঘর উপহার দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন মানিকগঞ্জ-২ আসনের সাংসদ মমতাজ বেগম, মানিকগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ, সিঙ্গাইর উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ, সহকারী কমিশনার (ভূমি) শাম্মা লাবিবা অর্ণব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ খান প্রমুখ।
হরিরামপুর (মানিকগঞ্জ) : উপজেলার ১০টি ভূমিহীন পরিবার পেয়েছে আশ্রয়ণ প্রকল্পের ঘর। এ উপলক্ষে গতকাল হরিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহসীন মৃধা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ দেওয়ান সাইদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
দৌলতপুর (মানিকগঞ্জ) : উপজেলার চারটি পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়া হয়েছে। এ ঘর দেওয়া উপলক্ষে উপজেলা পরিষদে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. সানোয়ারুল হক, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম রাজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরুল হাসান প্রমুখ।
শিবালয় (মানিকগঞ্জ) : উপজেলার নয়টি ভূমিহীন পরিবার পেয়েছে আশ্রয়ণ প্রকল্পের ঘর। এ ঘর বিতরণ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউর রহমান খান জানু। এ সময় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক শুক্লা সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলাম প্রমুখ।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
২০ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪