Ajker Patrika

৫২ কিমি হাঁটলেন মুক্তিযোদ্ধা বিমল

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ৫৫
৫২ কিমি হাঁটলেন মুক্তিযোদ্ধা বিমল

ময়মনসিংহের একুশে পদকজয়ী তিনজনের অর্জনকে বরণ করে নিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ৫২ কিলোমিটার পদযাত্রা করেছেন বীর মুক্তিযোদ্ধা বিমল পাল। গত সোমবার সকাল ৭টায় নগরীর পণ্ডিতপাড়ার ভাষাসৈনিক শামসুল হকের বাসভবন ও নাটক ঘর লেনের অধ্যক্ষ মতিউর রহমানের বাসভবনে শ্রদ্ধা নিবেদন শেষে হাঁটা শুরু করেন তিনি।

বিকেল সাড়ে ৫টার দিকে তিনি ভালুকা কলেজ মাঠে ভাষাসৈনিক মোস্তফা এম এ মতিনের সমাধিস্থলে গিয়ে পৌঁছান। পরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এ বীর মুক্তিযোদ্ধা। এরপর উপজেলা পরিষদে আয়োজিত বইমেলায় গিয়ে শেষ হয় তাঁর পদযাত্রা। এ সময় সেখানে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, স্থানীয় সাংসদ কাজিম উদ্দিন আহমেদ ধনু ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনির হাতে জাতীয় পতাকা ও ফুল তুলে দেন বিমল পাল।

একুশে পদক জয়ী ময়মনসিংহের তিন গুণীজন হলেন প্রয়াত ভাষাসৈনিক মোস্তফা এম এ মতিন, সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান এবং সাবেক সাংসদ, ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত শামসুল হক।

এ আয়োজনের সমন্বয়কারী মতিউর রহমান ফয়সাল বলেন, ১৯৫২ সালের ভাষাশহীদ ও একুশে পদকপ্রাপ্ত গুণীজনদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে বীর মুক্তিযোদ্ধা বিমল পাল ৫২ কিলোমিটার হেঁটে পদকপ্রাপ্তদের পরিবারের সদস্যদের হাতে জাতীয় পতাকা ও ফুল তুলে দিয়েছেন। এ যাত্রাপথে ভাষা আন্দোলনের গুরুত্ব ও ইতিহাস বর্ণনা করা হয়েছে পথের স্কুল, মানুষজনের মধ্যে। এ যাত্রায় ৫২ জনেরও বেশি স্বেচ্ছাসেবক বীর মুক্তিযোদ্ধার পাশে হেঁটেছেন।

বীর মুক্তিযোদ্ধা বিমল পাল বলেন, ভাষাশহীদের প্রতি শ্রদ্ধা এবং তিন গুণীজনের প্রতি সম্মান জানানোর পাশাপাশি আরও কয়েকটি উদ্দেশ্য নিয়ে ছিল এ পদযাত্রা। তার মধ্যে একটি, মাতৃভাষার সম্মান ও অধিকার রক্ষার দাবি। এ ছাড়া ভাষা দিবসের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং হাঁটার মতো স্বাস্থ্যকর চর্চাকে উৎসাহিত করতেই এ পদযাত্রা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত