Ajker Patrika

চরের পতিত জমিতে হাইব্রিড মিষ্টি কুমড়ার চাষ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১১: ৫৯
চরের পতিত জমিতে হাইব্রিড মিষ্টি কুমড়ার চাষ

চর মানে এখন আর ধু-ধু বালুচর নয়। চরে এখন বিভিন্ন ধরনের শাকসবজির চাষ হচ্ছে। যমুনার তীরবর্তী চরগুলোতে এখন কম খরচে অধিক ফসল ফলায় কৃষকেরা ছুটছেন চরে। চরের পতিত জমিগুলোতে ভালো ফসল ফলায় এর দামও দিন দিন বৃদ্ধি পাচ্ছে; বাড়ছে জমির কদর।

কৃষকেরা পতিত জমিগুলো আর ফেলে না রেখে গত বছরগুলোর মতো এ বছরও হাইব্রিড ঢাকা-১ জাতের মিষ্টি কুমড়া চাষ করে লাভের স্বপ্ন দেখছেন। গত বছরগুলোর তুলনায় এ বছর হাইব্রিড জাতের মিষ্টি কুমড়া চাষ তাঁরা লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ফেলেছেন। দেশি মিষ্টি কুমড়া প্রতি গাছে তিন থেকে যেখানে পাঁচটি ধরে, সেখানে হাইব্রিড মিষ্টি কুমড়া ধরে ২০ থেকে ২৫টি।  সারিয়াকান্দি উপসহকারী কৃষি কর্মকর্তা কুদরত আলী জানান, এ বছর হাইব্রিড জাতের মিষ্টি কুমড়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৯০ হেক্টর জমিতে। কিন্তু তা ছাড়িয়ে ১১০ হেক্টরে চাষ হয়েছে।

সাধারণত অক্টোবর-নভেম্বর মাসে ঢাকা-১ জাতের মিষ্টি কুমড়ার বীজ জমিতে মাদা করে লাগানো হয়। লাগানোর ৪০ থেকে ৫০ দিন পর গাছে ফুল আসে। ফুল আসার কয়েকদিন পরই সঠিক পরাগায়ন যুক্ত পরিপক্ব ফুলগুলো ফলে পরিণত হয়। মিষ্টি কুমড়া কাঁচা অবস্থা থেকেই খাওয়া ও বিক্রি করা যায়। তবে পাকা হিসেবে সংগ্রহের উপযোগী হয় ফল ধরার ৮০ থেকে ৮৫ দিন পরে। মার্চ থেকে এপ্রিল পর্যন্ত পাকা ফসল সংগ্রহ করা হয়। সমগ্র উপজেলাতেই মিষ্টি কুমড়া হলেও সবচেয়ে বেশি চাষ হয়েছে সদর ও হাটশেরপুর ইউনিয়নে।

কৃষক বাটুল মেম্বার বলেন, ‘এ বছর স্বল্পমেয়াদি বন্যার কারণে জমির মাটি আগেভাগেই জো এসেছে; ফলে আমরা আগামভাবে জমিতে মিষ্টি কুমড়ার চারা রোপণ করেছি। গাছের তেজ ও ফুলের কুঁড়ি দেখে মনে হচ্ছে এবার বাম্পার ফলন পাব।’ সারিয়াকান্দি পৌরসভার চরবাটিয়ার কৃষক আবু সাঈদ জানান, গত বছর ভালো লাভ পেয়ে সে এ বছর আগাম সাড়ে ৮ বিঘা পতিত জমিতে হাইব্রিড মিষ্টি কুমড়া চাষ করেছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল হালিম বলেন, এক বিঘা জমিতে ধান থেকে কৃষকের যা আয় হবে, মিষ্টি কুমড়া থেকে তার কয়েক গুণ বেশি আয় হবে। গত বছর হেক্টরপ্রতি এর ফলন হয়েছিল ২০-২৫ মেট্রিক টন। আবহাওয়া অনুকূল থাকলে ও রোগবালাই থেকে সঠিক যত্ন নিলে এ বছর ফলন গত বছরের তুলনায় বেশি হবে বলে আশা করা যাচ্ছে।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত