Ajker Patrika

‘বেতন চাইলেই নির্যাতন বাড়িয়ে দিত মালিক’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৪: ৪১
‘বেতন চাইলেই নির্যাতন বাড়িয়ে দিত মালিক’

এক ছেলে, চার মেয়ে আর স্বামী নিয়ে সুখের সংসার নাজমা বেগম (৩৮)। সিএনজিচালিত অটোরিকশাচালক স্বামী দুলাল মিয়া পরিবারে একমাত্র উপার্জনক্ষম। ভালোই চলছিল তাঁদের সংসার। হঠাৎ স্বামী অসুস্থ হয়ে বিছানায় পড়ে যান। ছোট ছেলেমেয়েদের মুখের দিকে তাকিয়ে পরবাসে গিয়ে কাজ করার সিদ্ধান্ত নেন নাজমা। সঙ্গে সঙ্গেই সাহায্যের হাত বাড়িয়ে দেন এক প্রতিবেশী শিপন, যিনি ঢাকায় থাকতেন। নিজের টাকা দিয়েই নাজমার পাসপোর্ট করে দেন। আল-আরাফা ট্র্যাভেলস এজেন্সির মাধ্যমে গৃহকর্মী হিসেবে নাজমা চলে যান সৌদি আরবে। এরপর অমানবিক নির্যাতন সহ্য করে ফিরে আসেন দেশে।

ভুক্তভোগী নাজমা নিজের দুর্দশার কথা জানিয়েছেন আজকের পত্রিকাকে। তিনি বলেন, ‘সংসারের হাল ধরতেই আমি সৌদি যাই। বেতন ধরা হয় এক হাজার রিয়াল, যা বাংলাদেশের হিসাবে ২২ হাজার ৯১০ টাকা। কিন্তু কাজ শুরু করার পর বুঝতে পারি সৌদি মালিক ভালো ছিল না। নিজের বাসায় তো ইচ্ছামতো খাটাতই। পাশাপাশি এখানে-ওখানে আত্মীয়ের বাসায় কাজের জন্য পাঠাত। ঠিকমতো খাবার দিত না। পান থেকে নুন খসলেই চলত শারীরিক নির্যাতন। বেতন চাইলে এর মাত্রা আরও বাড়াত ওই মালিক।’

নাজমা জানান, গত দেড় মাস ধরে সৌদি আরবের একটি অফিসে তাঁকে আটক রাখা হয়েছিল। তারপর তাঁকে একটি আরব পরিবারের কাছে বিক্রি করে দেওয়া হয়। ওই পরিবার তাঁকে বিভিন্ন সময় মারধর করা ছাড়াও বৈদ্যুতিক শকসহ বিভিন্নভাবে নির্যাতন করতো

ভুক্তভোগী এই নারী আরও বলেন, ‘শেষে গিয়ে একবার বলে, ছয় মাসের বেতন একবারে দেওয়া হবে। এমনকি আমার চার বছরের ছেলে টাকার অভাবে না খেয়ে থাকে বলেও জানাই তাকে। এরপর পাঁচ মাস চাকরি করে ৭০০ রিয়াল, যা বাংলাদেশি টাকায় ১৬ হাজার ৩৭ টাকা পাই। ওই টাকা নিয়েও কোনোমতে বের হয়ে আসার পরিকল্পনা করি। পরে দাম্মামের এক এজেন্টের জমি বন্দক রেখে টাকা জোগাড় করে দেয় আমার স্বামী। এরপর র‍্যাব-৪-এর সহযোগিতায় আরও তিন ভুক্তভোগীর সঙ্গে গত বুধবার দেশে ফিরে আসি।’

এর আগে চলতি বছরের ৩০ অক্টোবর ঢাকার তেজগাঁওয়ে আয়াত ওভারসিসের অফিসে অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করে র‍্যাব-৪। ওই দিনই পাচার হওয়া আরেক ভুক্তভোগী নাজমা আক্তারকে (৩০) সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে আনা হয়। সেই নারীই নাজমা বেগমসহ তিন নারীর আটকে থাকার কথা জানান।

নাজমা র‍্যাবকে জানান, সৌদি আরবের দাম্মামে এক এজেন্টের কাছে নাজমা বেগম, দীপ্তি আক্তার ও রোকসানা আক্তার আটকে আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত