নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এক ছেলে, চার মেয়ে আর স্বামী নিয়ে সুখের সংসার নাজমা বেগম (৩৮)। সিএনজিচালিত অটোরিকশাচালক স্বামী দুলাল মিয়া পরিবারে একমাত্র উপার্জনক্ষম। ভালোই চলছিল তাঁদের সংসার। হঠাৎ স্বামী অসুস্থ হয়ে বিছানায় পড়ে যান। ছোট ছেলেমেয়েদের মুখের দিকে তাকিয়ে পরবাসে গিয়ে কাজ করার সিদ্ধান্ত নেন নাজমা। সঙ্গে সঙ্গেই সাহায্যের হাত বাড়িয়ে দেন এক প্রতিবেশী শিপন, যিনি ঢাকায় থাকতেন। নিজের টাকা দিয়েই নাজমার পাসপোর্ট করে দেন। আল-আরাফা ট্র্যাভেলস এজেন্সির মাধ্যমে গৃহকর্মী হিসেবে নাজমা চলে যান সৌদি আরবে। এরপর অমানবিক নির্যাতন সহ্য করে ফিরে আসেন দেশে।
ভুক্তভোগী নাজমা নিজের দুর্দশার কথা জানিয়েছেন আজকের পত্রিকাকে। তিনি বলেন, ‘সংসারের হাল ধরতেই আমি সৌদি যাই। বেতন ধরা হয় এক হাজার রিয়াল, যা বাংলাদেশের হিসাবে ২২ হাজার ৯১০ টাকা। কিন্তু কাজ শুরু করার পর বুঝতে পারি সৌদি মালিক ভালো ছিল না। নিজের বাসায় তো ইচ্ছামতো খাটাতই। পাশাপাশি এখানে-ওখানে আত্মীয়ের বাসায় কাজের জন্য পাঠাত। ঠিকমতো খাবার দিত না। পান থেকে নুন খসলেই চলত শারীরিক নির্যাতন। বেতন চাইলে এর মাত্রা আরও বাড়াত ওই মালিক।’
নাজমা জানান, গত দেড় মাস ধরে সৌদি আরবের একটি অফিসে তাঁকে আটক রাখা হয়েছিল। তারপর তাঁকে একটি আরব পরিবারের কাছে বিক্রি করে দেওয়া হয়। ওই পরিবার তাঁকে বিভিন্ন সময় মারধর করা ছাড়াও বৈদ্যুতিক শকসহ বিভিন্নভাবে নির্যাতন করতো
ভুক্তভোগী এই নারী আরও বলেন, ‘শেষে গিয়ে একবার বলে, ছয় মাসের বেতন একবারে দেওয়া হবে। এমনকি আমার চার বছরের ছেলে টাকার অভাবে না খেয়ে থাকে বলেও জানাই তাকে। এরপর পাঁচ মাস চাকরি করে ৭০০ রিয়াল, যা বাংলাদেশি টাকায় ১৬ হাজার ৩৭ টাকা পাই। ওই টাকা নিয়েও কোনোমতে বের হয়ে আসার পরিকল্পনা করি। পরে দাম্মামের এক এজেন্টের জমি বন্দক রেখে টাকা জোগাড় করে দেয় আমার স্বামী। এরপর র্যাব-৪-এর সহযোগিতায় আরও তিন ভুক্তভোগীর সঙ্গে গত বুধবার দেশে ফিরে আসি।’
এর আগে চলতি বছরের ৩০ অক্টোবর ঢাকার তেজগাঁওয়ে আয়াত ওভারসিসের অফিসে অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করে র্যাব-৪। ওই দিনই পাচার হওয়া আরেক ভুক্তভোগী নাজমা আক্তারকে (৩০) সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে আনা হয়। সেই নারীই নাজমা বেগমসহ তিন নারীর আটকে থাকার কথা জানান।
নাজমা র্যাবকে জানান, সৌদি আরবের দাম্মামে এক এজেন্টের কাছে নাজমা বেগম, দীপ্তি আক্তার ও রোকসানা আক্তার আটকে আছেন।
এক ছেলে, চার মেয়ে আর স্বামী নিয়ে সুখের সংসার নাজমা বেগম (৩৮)। সিএনজিচালিত অটোরিকশাচালক স্বামী দুলাল মিয়া পরিবারে একমাত্র উপার্জনক্ষম। ভালোই চলছিল তাঁদের সংসার। হঠাৎ স্বামী অসুস্থ হয়ে বিছানায় পড়ে যান। ছোট ছেলেমেয়েদের মুখের দিকে তাকিয়ে পরবাসে গিয়ে কাজ করার সিদ্ধান্ত নেন নাজমা। সঙ্গে সঙ্গেই সাহায্যের হাত বাড়িয়ে দেন এক প্রতিবেশী শিপন, যিনি ঢাকায় থাকতেন। নিজের টাকা দিয়েই নাজমার পাসপোর্ট করে দেন। আল-আরাফা ট্র্যাভেলস এজেন্সির মাধ্যমে গৃহকর্মী হিসেবে নাজমা চলে যান সৌদি আরবে। এরপর অমানবিক নির্যাতন সহ্য করে ফিরে আসেন দেশে।
ভুক্তভোগী নাজমা নিজের দুর্দশার কথা জানিয়েছেন আজকের পত্রিকাকে। তিনি বলেন, ‘সংসারের হাল ধরতেই আমি সৌদি যাই। বেতন ধরা হয় এক হাজার রিয়াল, যা বাংলাদেশের হিসাবে ২২ হাজার ৯১০ টাকা। কিন্তু কাজ শুরু করার পর বুঝতে পারি সৌদি মালিক ভালো ছিল না। নিজের বাসায় তো ইচ্ছামতো খাটাতই। পাশাপাশি এখানে-ওখানে আত্মীয়ের বাসায় কাজের জন্য পাঠাত। ঠিকমতো খাবার দিত না। পান থেকে নুন খসলেই চলত শারীরিক নির্যাতন। বেতন চাইলে এর মাত্রা আরও বাড়াত ওই মালিক।’
নাজমা জানান, গত দেড় মাস ধরে সৌদি আরবের একটি অফিসে তাঁকে আটক রাখা হয়েছিল। তারপর তাঁকে একটি আরব পরিবারের কাছে বিক্রি করে দেওয়া হয়। ওই পরিবার তাঁকে বিভিন্ন সময় মারধর করা ছাড়াও বৈদ্যুতিক শকসহ বিভিন্নভাবে নির্যাতন করতো
ভুক্তভোগী এই নারী আরও বলেন, ‘শেষে গিয়ে একবার বলে, ছয় মাসের বেতন একবারে দেওয়া হবে। এমনকি আমার চার বছরের ছেলে টাকার অভাবে না খেয়ে থাকে বলেও জানাই তাকে। এরপর পাঁচ মাস চাকরি করে ৭০০ রিয়াল, যা বাংলাদেশি টাকায় ১৬ হাজার ৩৭ টাকা পাই। ওই টাকা নিয়েও কোনোমতে বের হয়ে আসার পরিকল্পনা করি। পরে দাম্মামের এক এজেন্টের জমি বন্দক রেখে টাকা জোগাড় করে দেয় আমার স্বামী। এরপর র্যাব-৪-এর সহযোগিতায় আরও তিন ভুক্তভোগীর সঙ্গে গত বুধবার দেশে ফিরে আসি।’
এর আগে চলতি বছরের ৩০ অক্টোবর ঢাকার তেজগাঁওয়ে আয়াত ওভারসিসের অফিসে অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করে র্যাব-৪। ওই দিনই পাচার হওয়া আরেক ভুক্তভোগী নাজমা আক্তারকে (৩০) সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে আনা হয়। সেই নারীই নাজমা বেগমসহ তিন নারীর আটকে থাকার কথা জানান।
নাজমা র্যাবকে জানান, সৌদি আরবের দাম্মামে এক এজেন্টের কাছে নাজমা বেগম, দীপ্তি আক্তার ও রোকসানা আক্তার আটকে আছেন।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫