বিনোদন প্রতিবেদক, ঢাকা
ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজমসহ পাঁচজনকে বাংলাদেশে শুটিং করার অনুমতি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ সংক্রান্ত একটি নোটিশে উল্লেখ করা হয়েছে, মার্চের শেষ ভাগে শুরু হবে সিনেমাটির শুটিং। ঢাকা বিভাগের বিভিন্ন স্থানে এই শুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে। সিনেমাটির নাম ‘সিএনজি’। এতে বাংলাদেশের কারা যুক্ত আছেন, সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম জানান, ওয়ার্ক পারমিটের আবেদন এসেছে বাংলাদেশে থাকা ইরানের দূতাবাস থেকে।
দীর্ঘ ক্যারিয়ারে মুর্তজা অতাশ জমজম নির্মাণ করেছেন বেশ কিছু চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য ছবি ও তথ্যচিত্র। মুক্তির অপেক্ষায় আছে ইরান-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত প্রথম চলচ্চিত্র ‘দিন-দ্য ডে’ সিনেমাটি। এ সিনেমায় অভিনয় করেছেন অনন্ত জলিল। তাঁর সঙ্গে নতুন কাজ শুরু হচ্ছে কি না, জানতে যোগাযোগ করা হয় অনন্ত জলিলের গণসংযোগ কর্মকর্তা কায়সার আহমেদ বাবুর সঙ্গে। বাবু বলেন, ‘বসের সঙ্গে আজকেও কথা হয়েছে। সিএনজি নামের কোনো সিনেমার ব্যাপারে জানি না।’
২০১৭ সালের আগস্টে রাখাইনে সেনাবাহিনীর দমন অভিযান শুরুর পর সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসে বহু রোহিঙ্গা। ওই বছরের নভেম্বরের প্রথম সপ্তাহেই সে চিত্র দেখার জন্য বাংলাদেশে আসেন মুর্তজা।
এরপরই রোহিঙ্গাদের নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেন, নাম ‘শারমে বুদা’ (বাংলা নাম বিমর্ষ বুদ্ধ)। তথ্যচিত্রটি তৈরির সময় মুর্তজা দেখেছেন, মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধধর্মের লোকজন যে যাঁর মতো করে রোহিঙ্গাদের সহযোগিতা করছেন। মুর্তজা অতাশ জমজমের ব্যক্তি উদ্যোগে নির্মিত এই হৃদয়স্পর্শী প্রামাণ্যচিত্রটি দেশ-বিদেশে বহুল প্রশংসিত হয়।
ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজমসহ পাঁচজনকে বাংলাদেশে শুটিং করার অনুমতি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ সংক্রান্ত একটি নোটিশে উল্লেখ করা হয়েছে, মার্চের শেষ ভাগে শুরু হবে সিনেমাটির শুটিং। ঢাকা বিভাগের বিভিন্ন স্থানে এই শুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে। সিনেমাটির নাম ‘সিএনজি’। এতে বাংলাদেশের কারা যুক্ত আছেন, সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম জানান, ওয়ার্ক পারমিটের আবেদন এসেছে বাংলাদেশে থাকা ইরানের দূতাবাস থেকে।
দীর্ঘ ক্যারিয়ারে মুর্তজা অতাশ জমজম নির্মাণ করেছেন বেশ কিছু চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য ছবি ও তথ্যচিত্র। মুক্তির অপেক্ষায় আছে ইরান-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত প্রথম চলচ্চিত্র ‘দিন-দ্য ডে’ সিনেমাটি। এ সিনেমায় অভিনয় করেছেন অনন্ত জলিল। তাঁর সঙ্গে নতুন কাজ শুরু হচ্ছে কি না, জানতে যোগাযোগ করা হয় অনন্ত জলিলের গণসংযোগ কর্মকর্তা কায়সার আহমেদ বাবুর সঙ্গে। বাবু বলেন, ‘বসের সঙ্গে আজকেও কথা হয়েছে। সিএনজি নামের কোনো সিনেমার ব্যাপারে জানি না।’
২০১৭ সালের আগস্টে রাখাইনে সেনাবাহিনীর দমন অভিযান শুরুর পর সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসে বহু রোহিঙ্গা। ওই বছরের নভেম্বরের প্রথম সপ্তাহেই সে চিত্র দেখার জন্য বাংলাদেশে আসেন মুর্তজা।
এরপরই রোহিঙ্গাদের নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেন, নাম ‘শারমে বুদা’ (বাংলা নাম বিমর্ষ বুদ্ধ)। তথ্যচিত্রটি তৈরির সময় মুর্তজা দেখেছেন, মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধধর্মের লোকজন যে যাঁর মতো করে রোহিঙ্গাদের সহযোগিতা করছেন। মুর্তজা অতাশ জমজমের ব্যক্তি উদ্যোগে নির্মিত এই হৃদয়স্পর্শী প্রামাণ্যচিত্রটি দেশ-বিদেশে বহুল প্রশংসিত হয়।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪