ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজমসহ পাঁচজনকে বাংলাদেশে শুটিং করার অনুমতি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ সংক্রান্ত একটি নোটিশে উল্লেখ করা হয়েছে, মার্চের শেষ ভাগে শুরু হবে সিনেমাটির শুটিং। ঢাকা বিভাগের বিভিন্ন স্থানে এই শুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে। সিনেমাটির নাম ‘সিএনজি’। এতে বাংলাদেশের কারা যুক্ত আছেন, সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম জানান, ওয়ার্ক পারমিটের আবেদন এসেছে বাংলাদেশে থাকা ইরানের দূতাবাস থেকে।
দীর্ঘ ক্যারিয়ারে মুর্তজা অতাশ জমজম নির্মাণ করেছেন বেশ কিছু চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য ছবি ও তথ্যচিত্র। মুক্তির অপেক্ষায় আছে ইরান-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত প্রথম চলচ্চিত্র ‘দিন-দ্য ডে’ সিনেমাটি। এ সিনেমায় অভিনয় করেছেন অনন্ত জলিল। তাঁর সঙ্গে নতুন কাজ শুরু হচ্ছে কি না, জানতে যোগাযোগ করা হয় অনন্ত জলিলের গণসংযোগ কর্মকর্তা কায়সার আহমেদ বাবুর সঙ্গে। বাবু বলেন, ‘বসের সঙ্গে আজকেও কথা হয়েছে। সিএনজি নামের কোনো সিনেমার ব্যাপারে জানি না।’
২০১৭ সালের আগস্টে রাখাইনে সেনাবাহিনীর দমন অভিযান শুরুর পর সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসে বহু রোহিঙ্গা। ওই বছরের নভেম্বরের প্রথম সপ্তাহেই সে চিত্র দেখার জন্য বাংলাদেশে আসেন মুর্তজা।
এরপরই রোহিঙ্গাদের নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেন, নাম ‘শারমে বুদা’ (বাংলা নাম বিমর্ষ বুদ্ধ)। তথ্যচিত্রটি তৈরির সময় মুর্তজা দেখেছেন, মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধধর্মের লোকজন যে যাঁর মতো করে রোহিঙ্গাদের সহযোগিতা করছেন। মুর্তজা অতাশ জমজমের ব্যক্তি উদ্যোগে নির্মিত এই হৃদয়স্পর্শী প্রামাণ্যচিত্রটি দেশ-বিদেশে বহুল প্রশংসিত হয়।
ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজমসহ পাঁচজনকে বাংলাদেশে শুটিং করার অনুমতি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ সংক্রান্ত একটি নোটিশে উল্লেখ করা হয়েছে, মার্চের শেষ ভাগে শুরু হবে সিনেমাটির শুটিং। ঢাকা বিভাগের বিভিন্ন স্থানে এই শুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে। সিনেমাটির নাম ‘সিএনজি’। এতে বাংলাদেশের কারা যুক্ত আছেন, সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম জানান, ওয়ার্ক পারমিটের আবেদন এসেছে বাংলাদেশে থাকা ইরানের দূতাবাস থেকে।
দীর্ঘ ক্যারিয়ারে মুর্তজা অতাশ জমজম নির্মাণ করেছেন বেশ কিছু চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য ছবি ও তথ্যচিত্র। মুক্তির অপেক্ষায় আছে ইরান-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত প্রথম চলচ্চিত্র ‘দিন-দ্য ডে’ সিনেমাটি। এ সিনেমায় অভিনয় করেছেন অনন্ত জলিল। তাঁর সঙ্গে নতুন কাজ শুরু হচ্ছে কি না, জানতে যোগাযোগ করা হয় অনন্ত জলিলের গণসংযোগ কর্মকর্তা কায়সার আহমেদ বাবুর সঙ্গে। বাবু বলেন, ‘বসের সঙ্গে আজকেও কথা হয়েছে। সিএনজি নামের কোনো সিনেমার ব্যাপারে জানি না।’
২০১৭ সালের আগস্টে রাখাইনে সেনাবাহিনীর দমন অভিযান শুরুর পর সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসে বহু রোহিঙ্গা। ওই বছরের নভেম্বরের প্রথম সপ্তাহেই সে চিত্র দেখার জন্য বাংলাদেশে আসেন মুর্তজা।
এরপরই রোহিঙ্গাদের নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেন, নাম ‘শারমে বুদা’ (বাংলা নাম বিমর্ষ বুদ্ধ)। তথ্যচিত্রটি তৈরির সময় মুর্তজা দেখেছেন, মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধধর্মের লোকজন যে যাঁর মতো করে রোহিঙ্গাদের সহযোগিতা করছেন। মুর্তজা অতাশ জমজমের ব্যক্তি উদ্যোগে নির্মিত এই হৃদয়স্পর্শী প্রামাণ্যচিত্রটি দেশ-বিদেশে বহুল প্রশংসিত হয়।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫