Ajker Patrika

১০৩ বছরের শিশু!

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১০: ১৬
Thumbnail image

তিন বছর আগে জন্ম নেওয়া শিশু মাহদী হাসানের বয়স ১০৩ বছর। ঘটনাটি ঘটেছে উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের ফরিদ আহমদের ছেলে মাহদী হাসানের জন্ম সনদে। ২০১৮ সালের ০৫ মার্চ জন্ম হয় শিশু মাহদী হাসানের। শিশুটির জন্মের বছর খানেক পরে তার বাবা ফরিদ মিয়া জন্ম সনদ সংগ্রহ করেন। এ সময় মাহদী হাসানের জন্ম তারিখ দেওয়া হয় ৫ মার্চ ১৯১৮ সাল।

ফরিদ মিয়া জানান, তিনি পেশায় একজন দিনমজুর। প্রতিদিন মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালান। জন্ম থেকেই তাঁর ছেলে মাহদী হাসান হৃদ্‌রোগে আক্রান্ত। স্থানীয় একজনের কাছ থেকে জানতে পারেন হৃদ্‌রোগের চিকিৎসার জন্য সরকার সমাজসেবা অফিসের মাধ্যমে সাহায্য করছে। এমন খবর পেয়ে মাহদী হাসানের বাবা ফরিদ মিয়া কাগজপত্র নিয়ে সমাজসেবা কার্যালয়ে জমা দিতে যান। সেখানে গিয়ে জানতে পারেন তার ছেলের বয়স ১০৩ বছর। পরে তিনি কালারুকা ইউনিয়নে গেলে তাঁকে সহযোগিতা করা হয়নি। বর্তমানে ফরিদ মিয়া ছেলের চিকিৎসা এবং জন্ম সনদ সংশোধনের জন্য মানুষের দারে দারে ঘুরছেন।

এ ব্যাপারে কালারুকা ইউনিয়নের সচিব পিংকু দাস বলেন, আমি এখানে যোগদান করেছি বেশি দিন হয়নি। এ ধরনের কাজ ইউনিয়ন উদ্যোক্তা করে থাকেন।

কালারুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অদুদ আলম বলেন, আমি এসব কিছু জানি না। জন্ম সনদের কাজ সচিব করেন তিনি জানবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত