Ajker Patrika

পেঁয়াজের দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা

আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ১৭: ১০
পেঁয়াজের দাম বাড়ায়  ক্ষুব্ধ ক্রেতারা

পেঁয়াজের দাম গত এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। হঠাৎ পেঁয়াজের দাম বাড়ায় ক্ষুদ্ধ ক্রেতারা। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, দেশে পেঁয়াজের কোনো ঘাটতি নেই। যারা অসাধুভাবে পেঁয়াজ মজুদ করে দাম বৃদ্ধি করছে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। দু-একদিনের মধ্যেই প্রশাসন অভিযান চালাবে।

গতকাল আগৈলঝাড়া উপজেলার গৈলা বাজার, আগৈলঝাড়া সদর বাজার, পয়সারহাট বাজার, সাহেবেরহাট বাজারসহ বিভিন্ন কাঁচা বাজার ঘুরে জানা গেছে, তিনদিন আগেও ব্যবসায়ীরা যে পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি করেছেন, তা খুচরা বিক্রেতারা এখন ৬০ টাকা কেজি দরে বিক্রি করছেন। এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।

গৈলা বাজারের কাঁচামাল ব্যবসায়ী একলেস সরদার জানান, এ বাজারে প্রতিদিন যে পরিমাণ পেঁয়াজের প্রয়োজন সেখানে অনেক কম পেঁয়াজ আসছে। যা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। গত কয়েকদিন ধরে বিভিন্ন মোকামেও পেঁয়াজের সংকট দেখা দিয়েছে। তিনি আরও বলেন, অনেক ব্যবসায়ী সংকট মুহূর্তে বেশি দামে বিক্রির আশায় পেঁয়াজ সংরক্ষণ করে রাখছেন। আর ভারত থেকে পেঁয়াজ না আসলে দাম আরও বেড়ে যাবে।

ওই বাজারের আরেক ব্যবসায়ী অপু হোসেন বলেন, পেঁয়াজ এখন ভারত নির্ভর পণ্য। আমাদের দেশে যে পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয় তা দিয়ে দেশের মানুষের চাহিদা মেটানো সম্ভব না। ভারত থেকে পেঁয়াজ না আসলেই এ পণ্যটির দাম বেড়ে যায়। গত সপ্তাহে ভারতে প্রাকৃতিক দুর্যোগে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তাই সেখান থেকে পেঁয়াজ আসছে না। গৈলা বাজারে আসা ক্রেতা মিনাল সমদ্দার, জহিরুল ইসলাম, হাবিবুর রহমানসহ অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করছে। ব্যবসায়ীরা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করে চলেছে। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য উপজেলা প্রশাসনের এদিকে নজর দেওয়ার আহ্বান জানান তারা।

এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম বলেন, অসাধুভাবে যারা পেঁয়াজ মজুদ করে দাম বৃদ্ধি করছে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। দু-একদিনের মধ্যেই প্রশাসন অভিযান চালাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

মধ্যরাতে মহাসড়কে ৩৭ লাখ টাকাসহ এলজিইডি প্রকৌশলী আটক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাবেক শিবির নেতা আটক

৯ মিনিটেই শেষ ট্রেনের অগ্রিম টিকিট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত