Ajker Patrika

১০ নেতাকে বহিষ্কার করল আওয়ামী লীগ

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১৩: ৪৯
১০ নেতাকে বহিষ্কার করল আওয়ামী লীগ

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ না করায় নোয়াখালীর চাটখিল উপজেলার বিভিন্ন ইউপির ১০ জন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর ও দপ্তর সম্পাদক আহসান হাবীব সমীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলের শৃঙ্খলা পরিপন্থী কাজে যুক্ত থাকার অভিযোগ এনে তাঁদের বহিষ্কার করা হয়। বহিষ্কার হওয়া নেতারা হলেন ২ নম্বর রামনারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ বাহার, ইউনিয়ন সহসভাপতি মো. নজরুল ইসলাম, ৩ নম্বর পরকোট ইউনিয়নের শাহ নেওয়াজ বকশি, ৪ নম্বর বদলকেট ইউনিয়ন থেকে সালাউদ্দিন কাদের, ৫ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের মাসুদ রানা, মেহেদি হাসান বাহালুল, বোরহান উদ্দিন রব্বানী, ৬ নম্বর পাঁচগাঁও ইউনিয়নের ইসমাইল করিম মঞ্জু, হারুনুর রশীদ ও আবুল হাসান (তুহিন)।

বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম এক প্রশ্নের জবাবে বলেন, ‘দল প্রার্থী বাছাই করতে ভুল করেছে। আমি নির্বাচনে জয়লাভে শতভাগ আশাবাদী। বহিষ্কার করাতে আমার নির্বাচনে কোনো রকম সমস্যা হবে না।’

শাহ নেওয়াজ বকশি ও মেহেদি হাসান বাহালুল জানান, বিদ্রোহী প্রার্থী হিসেবে তাঁরা জয়লাভ করবেন এবং নেতাদের জয়ের মালা উপহার দেবেন।

চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর বলেন, ‘সতর্ক করার পরও তাঁরা নির্বাচনের বিষয়ে তাঁদের নীতিতে অটল থাকায় আমরা এ ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত