Ajker Patrika

নির্বাচনী আমেজে শহর ফাঁকা, শিল্পকলায় ভিড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাচনী আমেজে শহর ফাঁকা, শিল্পকলায় ভিড়

নির্বাচনী আমেজে ঢাকা শহর খানিকটা ফাঁকা। তবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ছুটির দিন গতকাল শুক্রবার একটু বেশিই ভিড় দেখা গেল। একজন চিৎকার করে বললেন, ‘ইতি, ছবি দেখবি?’ আরেকজনকে বলতে শোনা গেল, ‘দোস্ত, তাড়াতাড়ি চল। না হলে সিট পাওয়া যাবে না।’

একাডেমির নাট্যশালায় গিয়ে অবশ্য ভিড়ের কারণটা জানা গেল। এই মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শনী হচ্ছে। তখন চলছে তিশা অভিনীত ‘বীরকন্যা প্রীতিলতা’ সিনেমার শো। এরপরের শো আফরান নিশো অভিনীত ‘সুড়ঙ্গ’। এই দুই চলচ্চিত্রের টানেই এসেছেন দর্শকেরা।

গত ২৯ ডিসেম্বর থেকে শুরু হয় দেশব্যাপী গণজাগরণের চলচ্চিত্র উৎসব-২০২৩। ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাবো আমরা উন্নতির শিখরে’ প্রতিপাদ্যে শিল্পকলা একাডেমির উদ্যোগে শুরু হয়েছে গণজাগরণের শিল্প আন্দোলন। এরই ধারাবাহিকতায় নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় উৎসবের শেষ দিন গতকাল পর্যন্ত ৬৪ জেলায় একযোগে দেখানো হলো চলচ্চিত্র। এই কয়েক দিনে ১৮টি চলচ্চিত্র দেখানো হলো যার মধ্যে ১৫টি চলচ্চিত্র পূর্ণদৈর্ঘ্য, ৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং বিশেষ প্রদর্শনী হিসেবে গতকাল সকালে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটির দেখানো হয়।

গতকাল উৎসবের শেষ দিনে জাতীয় নাট্যশালা ছাড়াও পরীক্ষণ থিয়েটার হলে ছিল বটতলার নাটক ‘খনা’। বটতলা বলছে, এই প্রদর্শনীর মধ্য দিয়ে বটতলা নতুন বছর শুরু করছে। দীর্ঘ বিরতি শেষে নাটকটিতে ফিরছেন প্রযোজনার অন্যতম অভিনেত্রী ও লেখক সামিনা লুৎফা নিত্রা। টিকিট কাউন্টারে গিয়ে জানা যায়, টিকিট শেষ। নাটক শুরু হতে তখনো আধা ঘণ্টা বাকি। অর্থাৎ গতকাল ছুটির দিনে শিল্পকলা একাডেমির দুটি হলের আসনই ছিল পরিপূর্ণ। অনেকেই টিকিট পাননি। একজন কিছুটা মন খারাপ করেই মিলনায়তন থেকে বের হলেন। বললেন, অনেকে আগের সিনেমা দেখে আর বের হননি। সিট আগেই বুক করে রেখেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত